একাধিক ট্যাব খুললেই হ্যাং করছে ল্যাপটপ? জানুন, ভুল আপনার নাকি…
TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস
Dec 16, 2023 | 5:36 PM
Laptop Tips: জেনে নেওয়া প্রয়োজন, ল্যাপটপের এই সমস্যা হচ্ছে কার দোষে? আপনার নাকি ল্যাপটপের। অনেকেই মনে করেন, এটি কানেকশনের সমস্যা। নয়তো বা ল্যাপটপের সমস্যা। ব্রাউজার ব্যবহার করার সময় যদি আপনার ল্যাপটপ হ্যাং হয়ে যায় বা এক ট্যাব থেকে অন্য ট্যাবে সুইচ করতে বেশি সময় নেয়, তাহলে আপনি এই টিপসগুলো দেখতে পারেন।
1 / 8
ব্রাউজার ব্যবহার করার সময় যদি আপনার ল্যাপটপ হ্যাং হয়ে যায় বা এক ট্যাব থেকে অন্য ট্যাবে সুইচ করতে বেশি সময় নেয়, তাহলে আপনি এই টিপসগুলো দেখতে পারেন।
2 / 8
কিন্তু তার আগে জেনে নেওয়া প্রয়োজন, ল্যাপটপের এই সমস্যা হচ্ছে কার দোষে? আপনার নাকি ল্যাপটপের। অনেকেই মনে করেন, এটি কানেকশনের সমস্যা। নয়তো বা ল্যাপটপের সমস্যা।
3 / 8
কিন্তু আদতে তা নয়। ল্যপটপের সমস্যা এটা ভেবে নেওয়ার আগে এই কাজগুলি একবার করে দেখুন। এতে ব্রাউজারে যত খুশি ট্যাব খুলে কাজ করলেও কোনও রকম সমস্যা দেখা দেবে না।
4 / 8
আপনার ব্রাউজার আপডেট করুন। পুরনো ব্রাউজার ধীরে কাজ করে। ফলে আপনি যখনই অনেকগুলো ট্যাব একসঙ্গে খোলেন, তখন সঠিকভাবে কাজ করতে পারে না। ফলে মনে হয় ল্যাপটপে সমস্যা হচ্ছে।
5 / 8
ভাল পারফরম্যান্সের জন্য, আপনার ব্রাউজারটিকে সর্বশেষ সংস্করণে আপডেট রাখুন। এছাড়াও, আপনার উইন্ডোজ আপডেট করা আছে কি না তা মনে রাখবেন।
6 / 8
সময়ের সঙ্গে সঙ্গে ব্রাউজারটিতে খুব বেশি ক্যাশে এবং কুকিজ জমা হতে পারে, যা এটিকে ধীর করে দেয়। ভাল পারফরম্যান্সের জন্য, এই ফাইলগুলি নিয়মিত পরিষ্কার করুন। এমনকি প্রয়োজনে আপনার ল্যাপটপ থেকে হার্ড সফটওয়্যারও সরিয়ে ফেলুন।
7 / 8
উপরের কৌশলগুলি যদি কাজ না করে তবে আপনার হার্ডওয়্যার আপগ্রেড করে দেখতে পারেন। কিংবা কাজ অনুযায়ী আরও RAM এবং একটি দ্রুততর প্রসেসর সহ একটি নতুন ল্যাপটপ আপনার কাজকে আরও সহজ করতে পারে। এছাড়াও, আপনি আপনার পুরনো ল্যাপটপের RAM আপগ্রেড করতে পারেন।
8 / 8
আর শেষ কাজ হল ল্যাপটপটিকে প্রতিদিন কাজ হয়ে গেলে পুরোপুরি বন্ধ করা। অনেকেই কাজের শেষে ল্যাপটপটিকে Shut Down করেন না। Sleeping Mode-এ রেখে দেন। এতেও সমস্যা দেখা দিতে পারে।