Photomath: অঙ্কে ফুল মার্কস চাই? মোবাইলে রাখুন এই অ্যাপ

বুঝতে পারলে অঙ্ক হয়ে ওঠে মজার বিষয়। কিন্তু অধিকাংশের কাছেই তা ভয়ের কারণ হয়ে ওঠে। ক্লাস যত উঁচু হয়, এই ভীতি তত চেপে বসে। অঙ্কের ভীতি কাটিয়ে সাহায্য করতে এসেছে অ্যাপ।

| Updated on: Mar 07, 2024 | 2:05 PM
বুঝতে পারলে অঙ্ক হয়ে ওঠে মজার বিষয়। কিন্তু অধিকাংশের কাছেই তা ভয়ের কারণ হয়ে ওঠে। ক্লাস যত উঁচু হয়, এই ভীতি তত চেপে বসে।

বুঝতে পারলে অঙ্ক হয়ে ওঠে মজার বিষয়। কিন্তু অধিকাংশের কাছেই তা ভয়ের কারণ হয়ে ওঠে। ক্লাস যত উঁচু হয়, এই ভীতি তত চেপে বসে।

1 / 8
অঙ্ক নিয়ে ভীতির দিন বোধহয় শেষ হয়েছে। সৌজন্যে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ। যা রয়েছে গুগল স্টোরেই।

অঙ্ক নিয়ে ভীতির দিন বোধহয় শেষ হয়েছে। সৌজন্যে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ। যা রয়েছে গুগল স্টোরেই।

2 / 8
ওই অ্যাপের নাম ফোটেম্যাথ (Photomath)। এই অ্যাপের মাধ্যমে গণিতের বিভিন্ন শাখার সমস্যা নিমেষে সমাধান করা যায়।

ওই অ্যাপের নাম ফোটেম্যাথ (Photomath)। এই অ্যাপের মাধ্যমে গণিতের বিভিন্ন শাখার সমস্যা নিমেষে সমাধান করা যায়।

3 / 8
বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি, ক্যাসকুলাসের মতো জটিল অঙ্কের সমাধান করে এই অ্যাপ। কীভাবে অঙ্কটি সমাধান করতে হবে, তাও দেখিয়ে দেয় অ্যাপটি।

বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি, ক্যাসকুলাসের মতো জটিল অঙ্কের সমাধান করে এই অ্যাপ। কীভাবে অঙ্কটি সমাধান করতে হবে, তাও দেখিয়ে দেয় অ্যাপটি।

4 / 8
২০১৪ সালে প্রথম এসেছিল অ্যাপটি। কিন্তু তা তেমন জনপ্রিয় ছিল না। গুগল ২০২৩ সালের মার্চ মাসে অফিসিয়ালি অধিগ্রহণ করে। তার পর প্লে স্টোরে অন্তর্ভুক্ত হয় এই অ্যাপ।

২০১৪ সালে প্রথম এসেছিল অ্যাপটি। কিন্তু তা তেমন জনপ্রিয় ছিল না। গুগল ২০২৩ সালের মার্চ মাসে অফিসিয়ালি অধিগ্রহণ করে। তার পর প্লে স্টোরে অন্তর্ভুক্ত হয় এই অ্যাপ।

5 / 8
এর পর থেকেই অ্যাপটির কদর ছড়িয়েছে বিশ্বের সর্বত্র। ইতিমধ্যেই ১০ কোটিরও বেশি বার ডাউনলোড করা হয়েছে অ্যাপটি। প্লে স্টোরে রেটিংও যথেষ্ট ভালো।

এর পর থেকেই অ্যাপটির কদর ছড়িয়েছে বিশ্বের সর্বত্র। ইতিমধ্যেই ১০ কোটিরও বেশি বার ডাউনলোড করা হয়েছে অ্যাপটি। প্লে স্টোরে রেটিংও যথেষ্ট ভালো।

6 / 8
গুগল প্লে স্টোরে গিয়ে ফোটোম্যাথ সার্চ করলেই আসবে অ্যাপটি। তার পর তা ডাউনলোড করে নিন। এর পর অঙ্কের ছবি তুলে দিলে তার সমাধান করে দেবে।

গুগল প্লে স্টোরে গিয়ে ফোটোম্যাথ সার্চ করলেই আসবে অ্যাপটি। তার পর তা ডাউনলোড করে নিন। এর পর অঙ্কের ছবি তুলে দিলে তার সমাধান করে দেবে।

7 / 8
অঙ্কের কোনও সমস্যা ম্যানুয়ালি টাইপও করতে পারেন আপনি। অঙ্কের বিভিন্ন সমীকরণ লেখার জন্য ইন-বিল্ড ম্যাথস কিবোর্ড রয়েছে এই অ্যাপে।

অঙ্কের কোনও সমস্যা ম্যানুয়ালি টাইপও করতে পারেন আপনি। অঙ্কের বিভিন্ন সমীকরণ লেখার জন্য ইন-বিল্ড ম্যাথস কিবোর্ড রয়েছে এই অ্যাপে।

8 / 8
Follow Us: