DSLR-র টাকা বাঁচবে, দুর্দান্ত ক্যামেরা ফিচার এবার Tecno-র এই ফোনে, প্রি বুকিং করেছেন তো?
TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস
Jan 05, 2023 | 6:48 PM
Tecno Phantom Smartphones: Phanton-এর স্মার্টফোন Tecno Phantom X2 2022 সালের ডিসেম্বর মাসে লঞ্চ করেছে বিশ্ব বাজারে। তবে এবার ভারতে লঞ্চ করল। এই ফোনের নজর কাড়া ফিচার হচ্ছে এতে DSLR -এর মতো দারুন ক্যামেরা।
1 / 7
Phanton-এর স্মার্টফোন Tecno Phantom X2 2022 সালের ডিসেম্বর মাসে লঞ্চ করেছে বিশ্ব বাজারে। তবে এবার ভারতে লঞ্চ করল। এই ফোনের নজর কাড়া ফিচার হচ্ছে এতে DSLR -এর মতো দারুন ক্যামেরা। যদিও কোম্পানির তরফে এটিই জানানো হয়েছে। তবে কেনার আগে জেনে নিন ফোনটিজ ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে।
2 / 7
Tecno Phantom X2 2022-এর ফিচার ও স্পেসিফিকেশন: MediaTek Dimensity 9000 5G প্রসেসরের সাহায্যে পরিচালিত হবে এই ফোন। সঙ্গে থাকবে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ।
3 / 7
এই ফোনে গ্রাহকরা পেয়ে যাবেন 120 Hz রিফ্রেশ রেট সহ একটি 6.8 ইঞ্চির Full HD+ কার্ভড AMOLED ডিসপ্লে। কর্নিং গোরিলা গ্লাস এর সুরক্ষা সহ 93.5% স্ক্রিন টু বডি রেশিও রয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম থাকবে এই ফোনে।
4 / 7
ফটোগ্রাফির জন্য ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে Tecno Phantom X2 ফোনে। প্রাইমারি ক্যামেরায় থাকবে 64 মেগাপিক্সেলের সেন্সর।
5 / 7
রিট্র্যাকটেবল পোট্রেট ক্যামেরা রয়েছে এই ফোনে। এই ক্যামেরার সাহায্যে 4K ভিডিয়ো রেকর্ড করা যাবে। সঙ্গে LED ফ্ল্যাশ সহ 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের আরও দুটি সেন্সর। ফ্রন্ট ক্যামেরায় আছে 32 মেগাপিক্সেলের সেন্সর। এই ফ্রন্ট ক্যামেরার সাহায্যে 1080p ভিডিয়ো রেকর্ড করা যাবে।
6 / 7
কানেকটিভিটির জন্য এই ফোনে আছে 5G, 4G, ডুয়াল ব্যান্ড WIFI, ব্লুটুথ 5.3, GPS, ইত্যাদি। টাইপ সি পোর্ট আছে এই ফোনে চার্জ দেওয়ার জন্য। ভেপর কুলিং সিস্টেম সহ স্টিরিও স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইত্যাদির সুবিধাও পাওয়া যাবে। 45W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5160mAh ব্যাটারি রয়েছে এই ফোনে।
7 / 7
Tecno Phantom X2-এর দাম ও লভ্যতা: ভারতে Tecno Phantom X2 ফোনটির দাম রাখা হয়েছে 39,999 টাকা। এই ফোনটি দুটি রঙে লঞ্চ করা হয়েছে। মুনলাইট সিলভার এবং স্টারডাস্ট গ্রে। Amazon -এ 4 জানুয়ারি থেকেই এই ফোনের প্রি বুকিং শুরু হয়েছে।