Teerath Yatra: বয়সকালে তীর্থযাত্রায় গেলে এবার মিলবে দারুণ সুযোগ! নয়া ১০টি ট্রেন চালু হচ্ছে এই রাজ্যে
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Sep 13, 2022 | 9:58 AM
Pilgrim Trains: তীর্থযাত্রা ট্রেন সম্পর্কে কয়েকটি তথ্য় জেনে রাখা ভাল। এই নয়া স্কিমের অধীনে, প্রায় পাঁচ হাজার প্রবীণ নাগরিক ভারত জুড়ে বিভিন্ন তীর্থযাত্রী গন্তব্যে ভ্রমণ করতে সক্ষম হবেন।
1 / 8
আগামী বছরের পয়লা জানুয়ারি থেকে তীর্থ দর্শন যোজনা চুল করতে চলেছেন মধ্যপ্রদেশ সরকার। এই অভিনব যোজনার অধীনে তীর্থযাত্রীদের জন্য নতুন ১০টি ট্রেন চালু করা কথা ঘোষণা করেছেন রাজ্যের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী উষা ঠাকুর।
2 / 8
রিপোর্ট অনুযায়ী, আগামী ১৭ সেপ্টেম্বর থেকে পাঁচটি নতুন ট্রেন চালু করা হবে বলে জানা গিয়েছে। এই দিনটি দেশবাসীর জন্য বিশেষ গুরুত্বেরও বটে। কারণ এই দিনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদার জন্মদিন পালিত হবে।
3 / 8
এই সময়ের মধ্যে, মধ্যপ্রদেশের অসংখ্য প্রবীণ নাগরিককে ভারত জুড়ে বিভিন্ন তীর্থযাত্রায় নিয়ে যাওয়া হবে। এর পরে, ১ নভেম্বর আরও পাঁচটি ট্রেন চালু করা হবে।
4 / 8
তীর্থযাত্রা ট্রেন সম্পর্কে কয়েকটি তথ্য় জেনে রাখা ভাল। এই নয়া স্কিমের অধীনে, প্রায় পাঁচ হাজার প্রবীণ নাগরিক ভারত জুড়ে বিভিন্ন তীর্থযাত্রী গন্তব্যে ভ্রমণ করতে সক্ষম হবেন।
5 / 8
১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বারকা-সোমনাথ যাত্রা। সেই যাত্রায় সামিল হতে বালাঘাট রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছাড়া হবে ও আগামী ২৩ সেপ্টেম্বর বালাঘাটে ফিরে আসবে।
6 / 8
এই বিশেষ ট্রেনটি ছিন্দওয়ারা জেলার ৩০০ জন যাত্রী পান্ধুরনা স্টেশনে এবং বেতুল জেলা থেকে ৩২৫ জন যাত্রীকে বেতুল স্টেশনে নিয়ে যাবে বলে জানা গিয়েছে।
7 / 8
এই স্কিমের অধীনে কারা ভ্রমণ করতে পারবেন? ৬০ বছরের বেশি বয়সি প্রবীণ নাগরিক এবং যারা আর আয়কর প্রদান করেন না তারা এই স্কিমের অধীনে তীর্থযাত্রী গন্তব্যে ভ্রমণের সুবিধা পাবেন। যদি কেউ মধ্যপ্রদেশের না হন তবে নিজের খরচে এই ভ্রমণের অনুমতি পাবেন বলে জানা গিয়েছে।
8 / 8
তবে ইতিমধ্যেই অতীতে তীর্থযাত্রা করেছেন তিনি মুখ্যমন্ত্রীর এই তীর্থ দর্শন যোজনার অধীনে ভ্রমণের যোগ্য হবেন না।