Asia Cup 2022: কলম্বোর রাজপথে আজ খুশির হাওয়া, চ্যাম্পিয়নদের স্বাগত জানালো লঙ্কাবাসী

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Sep 13, 2022 | 12:20 PM

গত এপ্রিল মাসের সঙ্গে আজকের কলম্বোর আকাশ-পাতাল তফাৎ। সেদিন খাবার, তেল ও বিদ্যুতের ভয়াবহ সঙ্কটে দেশটিতে শুরু হয় সরকার বিরোধী বিক্ষোভ। সাধারণ মানুষের ক্ষোভ নেমে এসেছিল কলম্বোর রাজপথে। আজও পথে নামলেন লঙ্কবাসী। এশীয় ক্রিকেট চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে।

1 / 6
গত এপ্রিল মাসের সঙ্গে আজকের কলম্বোর আকাশ-পাতাল তফাৎ। সেদিন খাবার, তেল ও বিদ্যুতের ভয়াবহ সঙ্কটে শ্রীলঙ্কায় শুরু হয় সরকার বিরোধী বিক্ষোভ। সাধারণ মানুষের ক্ষোভ নেমে এসেছিল কলম্বোর রাজপথে। আজও পথে নামলেন লঙ্কাবাসী। তবে এশীয় ক্রিকেট চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে।(ছবি:টুইটার)

গত এপ্রিল মাসের সঙ্গে আজকের কলম্বোর আকাশ-পাতাল তফাৎ। সেদিন খাবার, তেল ও বিদ্যুতের ভয়াবহ সঙ্কটে শ্রীলঙ্কায় শুরু হয় সরকার বিরোধী বিক্ষোভ। সাধারণ মানুষের ক্ষোভ নেমে এসেছিল কলম্বোর রাজপথে। আজও পথে নামলেন লঙ্কাবাসী। তবে এশীয় ক্রিকেট চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে।(ছবি:টুইটার)

2 / 6
দাসুন শনাকাদের সংযুক্ত আরব আমিরশাহি রওনা দেওয়ার দিন অতি বড় লঙ্কা সমর্থকও ভাবেননি, চ্যাম্পিয়নের ট্রফি হাতে নিয়ে ফিরবেন তাঁরা। সব হিসেব উল্টে দিয়েছে লঙ্কা টিম।(ছবি:টুইটার)

দাসুন শনাকাদের সংযুক্ত আরব আমিরশাহি রওনা দেওয়ার দিন অতি বড় লঙ্কা সমর্থকও ভাবেননি, চ্যাম্পিয়নের ট্রফি হাতে নিয়ে ফিরবেন তাঁরা। সব হিসেব উল্টে দিয়েছে লঙ্কা টিম।(ছবি:টুইটার)

3 / 6
টুর্নামেন্ট শুরু হয়েছিল হার দিয়ে। তাতেও দমে যাননি শনাকারা। প্রবলভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে পা রাখে শ্রীলঙ্কা। গত রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানকে হারিয়ে ষষ্ঠতম এশিয়া কাপ জয়।(ছবি:টুইটার)

টুর্নামেন্ট শুরু হয়েছিল হার দিয়ে। তাতেও দমে যাননি শনাকারা। প্রবলভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে পা রাখে শ্রীলঙ্কা। গত রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানকে হারিয়ে ষষ্ঠতম এশিয়া কাপ জয়।(ছবি:টুইটার)

4 / 6
বিজয়ীদের বরণ করে নিতে প্রস্তুত ছিল লঙ্কাবাসী। ভিক্ট্রি প্যারেডের জন্য দোতলা বাসের আয়োজন করা হয়। যার সামনে লেখা 'এশিয়া কাপ চ্যাম্পিয়ন'।(ছবি:টুইটার)

বিজয়ীদের বরণ করে নিতে প্রস্তুত ছিল লঙ্কাবাসী। ভিক্ট্রি প্যারেডের জন্য দোতলা বাসের আয়োজন করা হয়। যার সামনে লেখা 'এশিয়া কাপ চ্যাম্পিয়ন'।(ছবি:টুইটার)

5 / 6
মঙ্গলবার সকাল সকাল দেশে ফেরে শ্রীলঙ্কা দল। সকাল সাড়ে ছটা থেকে শুরু হয় বিজয় যাত্রা। কলম্বো থেকে কুটনায়েকে পর্যন্ত ডবল ডেকার বাসের মাথায় চড়ে লঙ্কাবাসীর অভিবাদন কুড়োন ওয়ানিন্দু হাসারাঙ্গা, ভানুকা রাজাপক্ষেরা।(ছবি:টুইটার)

মঙ্গলবার সকাল সকাল দেশে ফেরে শ্রীলঙ্কা দল। সকাল সাড়ে ছটা থেকে শুরু হয় বিজয় যাত্রা। কলম্বো থেকে কুটনায়েকে পর্যন্ত ডবল ডেকার বাসের মাথায় চড়ে লঙ্কাবাসীর অভিবাদন কুড়োন ওয়ানিন্দু হাসারাঙ্গা, ভানুকা রাজাপক্ষেরা।(ছবি:টুইটার)

6 / 6
চ্যাম্পিয়নদের দেখতে ভিড় জমে যায় পথের দু পাশে। মোবাইলে দৃশ্য বন্দী করতে শুরু করেন দেন অধিকাংশ মানুষ। সমর্থকদের অনুরোধে বারবার ট্রফি উঁচিয়ে ধরেন ক্রিকেটাররা। (ছবি:টুইটার)

চ্যাম্পিয়নদের দেখতে ভিড় জমে যায় পথের দু পাশে। মোবাইলে দৃশ্য বন্দী করতে শুরু করেন দেন অধিকাংশ মানুষ। সমর্থকদের অনুরোধে বারবার ট্রফি উঁচিয়ে ধরেন ক্রিকেটাররা। (ছবি:টুইটার)

Next Photo Gallery