Bangla News Photo gallery Telangana's Kranthi Kumar Panikera earned a Guinness World Record for stopping 57 electric fans with his tongue in 60 sec
Guinness World Records: ১ মিনিটে জিভ দিয়ে ৫৭ বার… গিনেস বুকও বাধ্য হল ভারতের ড্রিলম্যানের নাম লিখতে
Indian ‘drill man’: প্রায়শই নানা দুঃসাহসী স্টান্ট করে অনেককে চমকে দেন ক্রান্তি কুমার পানিকেরা। তিনি ভারতের 'ড্রিলম্যান' নামেও পরিচিতি পেয়েছেন। সম্প্রতি বিশ্বরেকর্ড গড়েছেন তেলেঙ্গনার ক্রান্তি। এক অভাবনীয় কীর্তির মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন।
1 / 8
প্রচণ্ড গরমে ধরুন নাজেহাল অবস্থা। সামনে পেলেন একখানা স্ট্যান্ড ফ্যান। সেটি অন করে হাওয়া খেতে খেতে মন জুড়িয়ে যাবে। কিন্তু যদি জানতে পারেন, কেউ ইলেকট্রিক ফ্যানের ব্লেড জিভ দিয়ে বন্ধ করেন? (Pic Credits: Getty Images)
2 / 8
অবাক করার মতো হলেও, হয়েছে তেমনটাই। অর্থাৎ জিভ দিয়ে ইলেকট্রিক ফ্যান বন্ধ করে গিনেস রেকর্ড গড়েছেন ভারতের এক ব্যক্তি। (Pic Credits: Kranthi Kumar Panikera Instagram)
3 / 8
নাম তাঁর ক্রান্তি কুমার পানিকেরা। তেলেঙ্গনার বাসিন্দা। বর্তমানে হইচই ফেলে দিয়েছেন। তিনি জিভ দিয়ে ইলেকট্রিক ফ্যান অফ করে বিশ্বরেকর্ড গড়েছেন। (Pic Credits: Kranthi Kumar Panikera Instagram)
4 / 8
সোশ্যাল মিডিয়ায় খোঁজ শুরু হয়েছে ক্রান্তিকে নিয়ে। হাত দিয়ে তো সকলেই যে কোনও সুইচ অফ করতে পারেন। কিন্তু জিভ দিয়েও যে ফ্যানের ব্লেড বন্ধ করা যায়, তা হয়তো অনেকেই কল্পনাও করতে পারেন না। (Pic Credits: Guinness World Records X)
5 / 8
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সোশ্যাল মিডিয়া সাইট এক্সে ক্রান্তি কুমার পানিকেরার এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, তিনি একাধিক ইলেকট্রিক ফ্যানের সামনে দাঁড়িয়ে রয়েছেন। (Pic Credits: Guinness World Records X)
6 / 8
এরপর জিভ দিয়ে একের পর এক ফ্যানের ব্লেড থামিয়ে দিচ্ছেন ক্রান্তি কুমার পানিকেরা। ভিডিয়োটি নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। (Pic Credits: Guinness World Records X)
7 / 8
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ইন্সটাগ্রামে ক্রান্তি কুমার পানিকেরার জিভ দিয়ে ফ্যানের ব্লেড থামানোর ভিডিয়োর ভিউ হয়েছে ৫৯.৩ মিলিয়ন। ভিডিয়োটিতে লাইক পড়েছে ৪ লক্ষ ৪ হাজার ৬৮০। (Pic Credits: Guinness World Records X)
8 / 8
জিভ দিয়ে ১ মিনিটে ৫৭টি ফ্যান বন্ধ করার পর যখন তাঁর গলায় মেডেল পরিয়ে দেওয়া হয় ও হাতে গিনেস বুক রেকর্ডের সার্টিফিকেট দেওয়া হয়, সেই সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। (Pic Credits: Guinness World Records X)