TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Aug 05, 2022 | 6:24 PM
মৌনী রায় - অর্জুন বিজলানী: 'নাগিন' সিরিয়ালের সেই বন্ধুত্ব আজও অটুট।
একতা কাপুর - অনিতা: অনিতার হতাশার সময় তাঁর পাশে ছিলেন একমাত্র একতা।
দেবলীনা ভট্টাচার্য - বিশাল সিং: 'সাথ নিভানা সাথিয়া' থেকে তাঁদের বন্ধুত্ব। গুজব ছড়িয়েছিল, তাঁদের নাকি বিয়েও হয়েছে।
অঙ্কিতা লোখান্ডে - রেশমি দেসাই: একদশকের পুরনো বন্ধুত্ব তাঁদের।
আলি গোনি - রাহুল বৈদ্য: তাঁদের বন্ধুত্ব অনেকদিনের।
নেহা ভাসিন - শমিতা শেট্টি: বিগ বিস ওটিটি থেকে তাঁদের বন্ধুত্ব।
শেহনাজ় গিল - কিন ফার্নস: জীবনের কঠিন পরিস্থিতিতে যে বন্ধু শেহনাজ়ের হাত ছেড়ে যাননি, তিনি কেন ফার্নস।