TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Jan 03, 2023 | 2:12 PM
'শ্রীময়ী'র চরিত্রে অভিনয় করে দর্শকমনে নতুন করে জায়গা তৈরি করে নিয়েছেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। এবার তিনি একটি নন-ফিকশনে শোয়ের হোস্ট।
সেই শোতে অতিথি খেলোয়াড় হয়ে এসেছেন সিরিয়ালের আরও এক পরিচিত মুখ শ্রুতি দাস। শোয়ের বেশ কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন শ্রুতি।
মা, দাদা, বউদি - সকলে নিয়ে শোয়ে খেলতে গিয়েছিলেন শ্রুতি। মিষ্টিমধুর স্মৃতি তৈরি করেন তাঁরা। জিতে নেন অনেক-অনেক পুরস্কার।
কোনও ছবিতে দেখা যায় ইন্দ্রাণীকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন শ্রুতি। নলেনগুঁড়ের সুস্বাদু রসগোল্লা।
সেই হাঁড়ি থেকে রসগোল্লা তুলে নিয়ে শ্রুতির মুখে পুড়ে দেন শ্রুতিও।
তাঁর লম্বা ফেসবুক পোস্টে শ্রুতি লিখেছেন, "কাছের মানুষদের নিয়ে আজ ঠিক বিকেল ০৪.৩০টের সময় সকলের ঘরে-ঘরে আসছি শুধুমাত্র জ়ি বাংলার পর্দায়। মামনিদিকে এত কাছ থেকে পাওয়া একপ্রকার ভাগ্য। ওনাকে আমার শহর কাটোয়ার নলেনগুঁড়ের রসগোল্লা খাওয়ান আর এক ভাগ্য। দাদা আর বোনদিকে নিয়ে প্রথমবার এমন নিখাদ আড্ডায় সবটা আরও জমজমাট। পরিশেষে জ়ি বাংলাকে ধন্যবাদ জানাই। মা-বাবা আর আমার মনের এত জমানো কথা আরও একবার জনসমক্ষে বলার সুযোগ করে দেওয়ার জন্য।"