After divorced Happily Single: ডিভোর্সড হয়েছে, কিন্তু টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেত্রীরা রয়েছেন একা নিজের খুশিতে
TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta
Jun 26, 2022 | 11:09 PM
After divorced Happily Single: ডিভোর্সড হওয়া আজকের যুগে নতুন কিছু নয়। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি অনেকেই এই অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন। কিন্তু তাই বলে জীবন থমকে নেই। একাই আনন্দে দিন যাপন করছেন টেলিভিশন ডিভারা।
1 / 6
জেনিফার উইঙ্গেট এবং করণ সিং গ্রোবার ২০১২ সালে বিয়ে করেন। বিয়ের দুই বছর পর অর্থাৎ ২০১৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এটা করণের দ্বিতীয় বিয়ে ছিল। এরপর করণ বিপাশা বসুকে বিয়ে করেন। কিন্তু ৩৭ বছর বয়সি জেনিফার বিয়ে না করে দিব্য আছেন।
2 / 6
রেশমি দেশাই তাঁর সহঅভিনেতা নন্দিশ সিং সান্ধুকে বিয়ে করেন ২০১২ সালে। বিয়ের পর থেকেই শুরু হয় অশান্তি। একবার ছেড়ে চলেও যান রেশমি। কিন্তু নিজেদের সম্পর্ককে আর একটি সুযোগ দিতে ফিরে আসেন। কিন্তু সম্পর্ক জোড়া লাগেনি। অবশেষে ২০১৬ সালে তাঁরা আইনিভাবে আলাদা হয়ে যান। ৩৬ বছর বয়সে জীবনে অনেকে এলেও আর বিয়ে করেননি রেশমি।
3 / 6
সঞ্জিদা শেখ এবং আমির আলি দীর্ঘদিন প্রেম পর্বের পর ২০১২ সালে বিয়ে করেন। তাঁদের মেয়েও হয়। কিন্তু ২০২১ সালে তাঁরা আলাদা হয়ে যান। দুজনের কেউ-ই বিয়ে ভাঙা নিয়ে মুখ খোলেননি। তবে ৩৭ বছরের সঞ্জিদা আর বিয়ে কথা ভাবছেন না। মেয়েকে নিয়েই তিনি খুশি।
4 / 6
বিগ বস হাউজে বিয়ে করেন সারা খান এবং আলি মার্চন্ট ২০১০ সালে। তাঁরা অনেক দিন সম্পর্কে ছিলেন। প্রথমবার বিগ বসের বাড়িতে বিয়ে হয় বাড়ির কোনও সদস্যের। ধুমধাম করে হওয়া সেই বিয়ে এক বছরের মধ্যে ভেঙে যায়। দুজনেই একে অপরকে দোষারোপ করেন। এরপর ৩২ বছরের সারা আর বিয়ে করেননি। তাঁরা মুখোমুখিও হন না। বহু বছর পর সম্প্রতি কঙ্গনা রানাওয়াতের রিয়্যালিটি শো লক আপ-এ আবার মুখোমুখি হন দুইজনে।
5 / 6
শালিন ভানোটকে ভালবেসে বিয়ে করেন দলজিৎ কৌর ২০০৯ সালে। তাঁরা একসঙ্গে অভিনয় থেকে নাচের প্রতিযোগিতায় অংশ নেন। দুজনের একটি ছেলেও আছে। কিন্তু পরবর্তী কালে শালিন নানাভাবে অত্যাচার শুরু করায় বাধ্য হয়ে ২০১৫ সালে বিয়ে থেকে বেরিয়ে আসেন দলজিৎ। এখন তাঁর বয়স ৩৯। দ্বিতীয়বার বিয়ে না করে নিজের কেরিয়ার এবং ছেলেকে নিয়ে তিনি দিব্য আছেন।
6 / 6
কুমকুম ভাগ্য মেগা ধারাবাহিকের কুমকুম ওরফে জুহি পারমার। দীর্ঘদিন শচীন শ্রফের সঙ্গে প্রেম করার পর ২০০৯ সালে বিয়ে করেন তাঁরা। একটি মেয়েও আছে তাঁদের। বিয়ে-মেয়ে হওয়ার পর কাজও ছেড়ে দেন জুহি। কিন্তু ২০১৮ সালে একে অপরকে দোষারোপ করে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। ৪১ বছরের জুহি আবার কাজ শুরু করেছেন। এখন মেয়ে আর কাজই তাঁর জীবন।