Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ash Barty: ক্রিকেট, টেনিস ছেড়েছুড়ে সংসার সমুদ্রে ডুব দিলেন অ্যাশ বার্টি

বাইশ গজের গণ্ডি পার করে টেনিস কোর্ট পেরিয়ে এবার সংসার সমুদ্রে ভাসতে তৈরি অ্যাশলে বার্টি (Ash Barty)। অস্ট্রেলিয়ার প্রাক্তন টেনিস তারকা বিয়েটাও সেরে ফেললেন। বর, দীর্ঘদিনে পার্টনার গ্যারি কিসিক।

| Edited By: | Updated on: Aug 01, 2022 | 7:30 AM
বাইশ গজের গণ্ডি পার করে টেনিস কোর্ট ছাড়িয়ে এবার সংসার সমুদ্রে ভাসতে তৈরি অ্যাশলে বার্টি (Ash Barty)। অস্ট্রেলিয়ার প্রাক্তন টেনিস তারকা বিয়েটাও সেরে ফেললেন। বর, দীর্ঘদিনে পার্টনার গ্যারি কিসিক। (ছবি:ইনস্টাগ্রাম)

বাইশ গজের গণ্ডি পার করে টেনিস কোর্ট ছাড়িয়ে এবার সংসার সমুদ্রে ভাসতে তৈরি অ্যাশলে বার্টি (Ash Barty)। অস্ট্রেলিয়ার প্রাক্তন টেনিস তারকা বিয়েটাও সেরে ফেললেন। বর, দীর্ঘদিনে পার্টনার গ্যারি কিসিক। (ছবি:ইনস্টাগ্রাম)

1 / 6
বিয়ের পোশাকে একটি কাঠের ব্রিজের উপর হাঁটছেন বার্টি-গ্যারি। বার্টির পরণে সাদা হল্টার নেক গাউন। চুল টাইট করে পিছনদিকে বাঁধা। স্যুটেড বুটে়ড গ্যারির হাতে ফুল। ইনস্টাগ্রামে এই ছবি দিয়ে ক্যাপশনে বার্টি লিখেছেন, "স্বামী এবং স্ত্রী"। (ছবি:ইনস্টাগ্রাম)

বিয়ের পোশাকে একটি কাঠের ব্রিজের উপর হাঁটছেন বার্টি-গ্যারি। বার্টির পরণে সাদা হল্টার নেক গাউন। চুল টাইট করে পিছনদিকে বাঁধা। স্যুটেড বুটে়ড গ্যারির হাতে ফুল। ইনস্টাগ্রামে এই ছবি দিয়ে ক্যাপশনে বার্টি লিখেছেন, "স্বামী এবং স্ত্রী"। (ছবি:ইনস্টাগ্রাম)

2 / 6
চমকে গিয়েছেন অনুরাগীরা। চলতি বছরের প্রথমদিকে যেমন দুম করে অবসর ঘোষণা করে চমকে দিয়েছিলেন অনুরাগীদের। তিনবারের গ্র্যান্ড স্লামজয়ী কেরিয়ারের মধ্যগগনের থাকাকালীন টেনিসকে বিদায় জানিয়েছেন।(ছবি:ইনস্টাগ্রাম)

চমকে গিয়েছেন অনুরাগীরা। চলতি বছরের প্রথমদিকে যেমন দুম করে অবসর ঘোষণা করে চমকে দিয়েছিলেন অনুরাগীদের। তিনবারের গ্র্যান্ড স্লামজয়ী কেরিয়ারের মধ্যগগনের থাকাকালীন টেনিসকে বিদায় জানিয়েছেন।(ছবি:ইনস্টাগ্রাম)

3 / 6
একসময় ক্রিকেটার ছিলেন। তারপর টেনিসের দুনিয়ায় প্রবেশ। বার্টি যেখানেই হাত দেন তাতেই সোনা ফলে। সম্প্রতি কচিকাঁচাদের জন্য বই লেখালেখিও করছেন। আর সংসার জীবন শুরু করবেন 'অলরাউন্ডার' অ্যাশলে বার্টি।(ছবি:ইনস্টাগ্রাম

একসময় ক্রিকেটার ছিলেন। তারপর টেনিসের দুনিয়ায় প্রবেশ। বার্টি যেখানেই হাত দেন তাতেই সোনা ফলে। সম্প্রতি কচিকাঁচাদের জন্য বই লেখালেখিও করছেন। আর সংসার জীবন শুরু করবেন 'অলরাউন্ডার' অ্যাশলে বার্টি।(ছবি:ইনস্টাগ্রাম

4 / 6
গল্ফের প্রতিও আলাদা ভালোবাসা রয়েছে প্রাক্তন টেনিস তারকার। বছর সাতেক আগে ব্রুকওয়াটার গল্ফ ক্লাবে প্রশিক্ষণের জন্য গিয়েছিলেন। সেখানেই পরিচয় ট্রেনি প্রফেশনাল গ্যারি কিসিকের সঙ্গে। স্বামী-স্ত্রী এখন চুটিয়ে গল্ফ খেলেন।(ছবি:ইনস্টাগ্রাম)

গল্ফের প্রতিও আলাদা ভালোবাসা রয়েছে প্রাক্তন টেনিস তারকার। বছর সাতেক আগে ব্রুকওয়াটার গল্ফ ক্লাবে প্রশিক্ষণের জন্য গিয়েছিলেন। সেখানেই পরিচয় ট্রেনি প্রফেশনাল গ্যারি কিসিকের সঙ্গে। স্বামী-স্ত্রী এখন চুটিয়ে গল্ফ খেলেন।(ছবি:ইনস্টাগ্রাম)

5 / 6
ক্রিকেট, টেনিস তাঁকে পরিচিতি দিয়েছে। গল্ফ খুঁজে দিয়েছে ভালোবাসার মানুষ। এবছর উইম্বলডনের একটি ম্যাচও দেখেননি। কিন্তু দূরে যেতে চাইলেও খেলাধুলোর জগতের সঙ্গে যে আষ্টেপৃষ্টে বাঁধা বার্টি।(ছবি:ইনস্টাগ্রাম)

ক্রিকেট, টেনিস তাঁকে পরিচিতি দিয়েছে। গল্ফ খুঁজে দিয়েছে ভালোবাসার মানুষ। এবছর উইম্বলডনের একটি ম্যাচও দেখেননি। কিন্তু দূরে যেতে চাইলেও খেলাধুলোর জগতের সঙ্গে যে আষ্টেপৃষ্টে বাঁধা বার্টি।(ছবি:ইনস্টাগ্রাম)

6 / 6
Follow Us: