অস্ট্রেলিয়ান ওপেন শুরুর ঠিক আগে টেনিস বিশ্বকে চমকে দিলেন জাপানের নাওমি ওসাকা। চারটি গ্র্যান্ড স্লামের মালিক ২৫ বছরের নাওমি বর্তমানে অন্তঃসত্ত্বা। আলট্রা সোনোগ্রাফি স্ক্রিনের ছবি দিয়ে অনুরাগীদের সুখবর দিয়েছেন ওসাকা। (ছবি:ইনস্টাগ্রাম)
২০২৩ অস্ট্রেলিয়ান ওপেনে না খেলার সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছিলেন ওসাকা। অনেকের আশঙ্কা ছিল, গত কয়েকবছরে কাঙ্খিত সাফল্য না পাওয়ায় অবসর ঘোষণা করতে পারেন নাওমি। (ছবি:ইনস্টাগ্রাম)
সব অনুমান উল্টে দিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন জাপানি টেনিস তারকা। তাঁর ঘোষণায় খুশি টেনিস বিশ্ব।(ছবি:ইনস্টাগ্রাম)
এবছরই সন্তানের জন্ম দেবেন ওসাকা। মা হওয়ার পর ২০২৪ সাল থেকে কোর্টে ফেরার বিষয়ে আশাবাদী তিনি।(ছবি:ইনস্টাগ্রাম)
স্বাভাবিকভাবেই অনুরাগীদের প্রশ্ন, সন্তানের পিতৃপরিচয় কী? নাওমি কবেই বা বিয়ে করলেন? উত্তর হচ্ছে, নাওমির আসন্ন সন্তানের বাবা তাঁর বয়ফ্রেন্ড কোর্ডেই। সন্তানের বাবা-মা হওয়ার সিদ্ধান্ত নিলেও এখনও বিয়ে করেননি দু'জনে। (ছবি:ইনস্টাগ্রাম)
গ্র্যামি নমিনেটেড ব়্যাপার কোর্ডেইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন ওসাকা। আপাতত সন্তানের আগমনের জন্য নিজেদের প্রস্তুত রাখছেন ওসাকা-কোর্ডেই। (ছবি:ইনস্টাগ্রাম)