AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Photo Gallery: গোয়া আর রোড-ট্রিপ! দুটোই ভালবাসেন? তাহলে ঘুরে আসুন গোয়া থেকে এই অফবিট রাস্তাগুলোতে

Goa Road Trip: কোভিডের একঘেয়েমিতে থাকতে থাকতে বারংবার মন একটাই কথা বলে উঠছে, 'সবকিছু ছেড়ে আমি নিরুদ্দেশ হয়ে যাব'। আপনার মনবাসনা পূর্ণ হতে একেবারেই দেরি নেই আর। লকডাউনটা একটু শিথিল হলেই কেটে ফেলুন গোয়ার টিকিট। আপনি, আপনার বন্ধুদের গ্রুপ আর একরাশ বাঁধনছাড়া উন্মাদনা। তবে এইবার গোয়ায় হোক রোড-ট্রিপ। গোয়া থেকে এই অফবিট রাস্তাগুলোতে রোড-ট্রিপের মজাই আলাদা।

| Edited By: | Updated on: Sep 13, 2021 | 7:19 AM
Share
অম্বোলি: পুরো সপ্তাহের জন্য ছুটি নিয়ে ঘুরতে যাবেন? সেক্ষেত্রে গাড়ি নিয়ে ঢুঁ মেরে আসুন অম্বোলিতে। রাস্তায় পড়বে সুন্দর সূর্যোদয়ের পয়েন্ট, মন ভাল করা সব ঝর্ণা, মন্দির। গোয়া বিমানবন্দর থেকে ৯২কিমির রাস্তা যেতে লাগবে ২.৩০ ঘণ্টা।

অম্বোলি: পুরো সপ্তাহের জন্য ছুটি নিয়ে ঘুরতে যাবেন? সেক্ষেত্রে গাড়ি নিয়ে ঢুঁ মেরে আসুন অম্বোলিতে। রাস্তায় পড়বে সুন্দর সূর্যোদয়ের পয়েন্ট, মন ভাল করা সব ঝর্ণা, মন্দির। গোয়া বিমানবন্দর থেকে ৯২কিমির রাস্তা যেতে লাগবে ২.৩০ ঘণ্টা।

1 / 5
দান্ডেলি: প্রকৃতি প্রেমিকদের জন্য এটি এক স্বর্গ। গোয়া থেকে ১২৩কিমি দূরে অবস্থিত এই শহর। যাত্রাপথে আপনার অসংখ্য নাম না জানা পাখির সঙ্গে আলাপ হবে। আপনি গাড়ি থেকে নেমে ট্রেকিং, রাফ্টিং করতে পারেন এবং পায়ে হেঁটে চারিদিক ঘুরতেই পারেন।

দান্ডেলি: প্রকৃতি প্রেমিকদের জন্য এটি এক স্বর্গ। গোয়া থেকে ১২৩কিমি দূরে অবস্থিত এই শহর। যাত্রাপথে আপনার অসংখ্য নাম না জানা পাখির সঙ্গে আলাপ হবে। আপনি গাড়ি থেকে নেমে ট্রেকিং, রাফ্টিং করতে পারেন এবং পায়ে হেঁটে চারিদিক ঘুরতেই পারেন।

2 / 5
পঞ্চগনি: এটি মহারাষ্ট্রের এক পাহাড়ি এলাকা। গোয়া থেকে ৩৭৭কিমি দূরে অবস্থিত। যেতে লাগবে ৭ ঘণ্টা। তবে যাত্রাপথ বেশ রোমাঞ্চকর। পথে পড়বে আগ্নেয়গিরি, পাহাড়, জঙ্গল, ঝর্না আর অফুরন্ত সবুজ।

পঞ্চগনি: এটি মহারাষ্ট্রের এক পাহাড়ি এলাকা। গোয়া থেকে ৩৭৭কিমি দূরে অবস্থিত। যেতে লাগবে ৭ ঘণ্টা। তবে যাত্রাপথ বেশ রোমাঞ্চকর। পথে পড়বে আগ্নেয়গিরি, পাহাড়, জঙ্গল, ঝর্না আর অফুরন্ত সবুজ।

3 / 5
অগুম্বে: গোয়া থেকে আরেকটা অফবিট পর্যটন কেন্দ্রের নাম হল অগুম্বে। এই গ্রাম বেঁচে আছে ঔষধি গাছ, হোটেল ব্যবসা, বন সংরক্ষণের উপর নির্ভর করে। গোয়া থেকে ৩৮৩ কিমি দূরে এই শহর রয়েছে, এখানে যেতে হলে ৭ ঘণ্টা এক সুন্দর রাস্তা দিয়ে ট্রেক করে যেতে হবে।

অগুম্বে: গোয়া থেকে আরেকটা অফবিট পর্যটন কেন্দ্রের নাম হল অগুম্বে। এই গ্রাম বেঁচে আছে ঔষধি গাছ, হোটেল ব্যবসা, বন সংরক্ষণের উপর নির্ভর করে। গোয়া থেকে ৩৮৩ কিমি দূরে এই শহর রয়েছে, এখানে যেতে হলে ৭ ঘণ্টা এক সুন্দর রাস্তা দিয়ে ট্রেক করে যেতে হবে।

4 / 5
মহাবালেশ্বর: শহরের এই পাহাড়ি শহরে আপনাকে যেতেই হবে একবার। সূর্যোদয় থেকে সূর্যাস্ত, সবটাই এই শহরে মোহময়ী। গোয়া থেকে ৮ ঘণ্টা গাড়ি চালিয়ে ৩৯১ কিমি দূরে মহাবালেশ্বরের এই রাস্তা আপনার মন ভাল করার জন্য অনবদ্য।

মহাবালেশ্বর: শহরের এই পাহাড়ি শহরে আপনাকে যেতেই হবে একবার। সূর্যোদয় থেকে সূর্যাস্ত, সবটাই এই শহরে মোহময়ী। গোয়া থেকে ৮ ঘণ্টা গাড়ি চালিয়ে ৩৯১ কিমি দূরে মহাবালেশ্বরের এই রাস্তা আপনার মন ভাল করার জন্য অনবদ্য।

5 / 5