AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rafinha on Neymar: ‘ব্রাজিলে জন্ম নেওয়াটাই নেইমারের ভুল’

নেইমার জুনিয়র এবং চোটের যেন হাত ধরাধরি করে একসঙ্গে বাস। ৩০ বছরের ব্রাজিলিয়ান তারকা কেরিয়ারের বেশ কিছুটা সময় মাঠে বাইরে কাটিয়েছেন শুধুমাত্র চোটের কারণে।

| Edited By: | Updated on: Nov 27, 2022 | 8:54 AM
Share
নেইমার জুনিয়র এবং চোটের যেন হাত ধরাধরি করে একসঙ্গে বাস। ৩০ বছরের ব্রাজিলিয়ান তারকা কেরিয়ারের বেশ কিছুটা সময় মাঠে বাইরে কাটিয়েছেন শুধুমাত্র চোটের কারণে। ব্রাজিলিয়ানদের আশঙ্কা সত্যি করে কাতার বিশ্বকাপেও চোটের গ্রহে তিনি। সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে পায়ের গোড়ালিতে গুরুতর আঘাত পেয়ে দু'ম্যাচ মাঠের বাইরে।(ছবি:টুইটার)

নেইমার জুনিয়র এবং চোটের যেন হাত ধরাধরি করে একসঙ্গে বাস। ৩০ বছরের ব্রাজিলিয়ান তারকা কেরিয়ারের বেশ কিছুটা সময় মাঠে বাইরে কাটিয়েছেন শুধুমাত্র চোটের কারণে। ব্রাজিলিয়ানদের আশঙ্কা সত্যি করে কাতার বিশ্বকাপেও চোটের গ্রহে তিনি। সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে পায়ের গোড়ালিতে গুরুতর আঘাত পেয়ে দু'ম্যাচ মাঠের বাইরে।(ছবি:টুইটার)

1 / 5
গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করেছিলেন নেইমার। কিন্তু সান্ত্বনা তো দূর, শয়ে শয়ে ব্রাজিল সমর্থকদের কটাক্ষ ধেয়ে এসেছে পোস্টের কমেন্ট বক্সে। দলের সেরা তারকা আক্রমণের মুখে পড়ায় চুপ করে থাকতে পারেননি জাতীয় দলের সতীর্থ রাফিনহা। (ছবি:টুইটার)

গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করেছিলেন নেইমার। কিন্তু সান্ত্বনা তো দূর, শয়ে শয়ে ব্রাজিল সমর্থকদের কটাক্ষ ধেয়ে এসেছে পোস্টের কমেন্ট বক্সে। দলের সেরা তারকা আক্রমণের মুখে পড়ায় চুপ করে থাকতে পারেননি জাতীয় দলের সতীর্থ রাফিনহা। (ছবি:টুইটার)

2 / 5
নেইমারের পোস্ট শেয়ার করে রাফিনহা লিখেছেন, "আর্জেন্টিনা সমর্থকরা মেসিকে ঈশ্বর বলে মনে করে। রোনাল্ডোকে নিজেদের 'হিরো' ভাবে পর্তুগাল। আর ব্রাজিলিয়ানরা নেইমারের পা ভাঙার প্রার্থনা করেন। ভীষণ যন্ত্রণাদায়ক।" (ছবি:টুইটার)

নেইমারের পোস্ট শেয়ার করে রাফিনহা লিখেছেন, "আর্জেন্টিনা সমর্থকরা মেসিকে ঈশ্বর বলে মনে করে। রোনাল্ডোকে নিজেদের 'হিরো' ভাবে পর্তুগাল। আর ব্রাজিলিয়ানরা নেইমারের পা ভাঙার প্রার্থনা করেন। ভীষণ যন্ত্রণাদায়ক।" (ছবি:টুইটার)

3 / 5
দেশের সমর্থকদের প্রতি রুষ্ট রাফিনহা লেখেন, "ব্রাজিলে জন্ম নেওয়াটাই নেইমারের কেরিয়ারের জন্য দুর্ভাগ্যের। এই দেশ ওর মতো প্রতিভা বা ওর ফুটবল--কোনও কিছুরই যোগ্য নয়।" (ছবি:টুইটার)

দেশের সমর্থকদের প্রতি রুষ্ট রাফিনহা লেখেন, "ব্রাজিলে জন্ম নেওয়াটাই নেইমারের কেরিয়ারের জন্য দুর্ভাগ্যের। এই দেশ ওর মতো প্রতিভা বা ওর ফুটবল--কোনও কিছুরই যোগ্য নয়।" (ছবি:টুইটার)

4 / 5
সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে গোড়ালি মচকে গিয়েছে নেইমারের। হতাশায় দীর্ঘক্ষণ মুখ ঢেকে বেঞ্চে বসেছিলেন। প্রথম ম্যাচে দারুণ জয় সত্ত্বেও নেইমারের চোট চিন্তায় রেখেছে কোচ তিতে-কে। (ছবি:টুইটার)

সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে গোড়ালি মচকে গিয়েছে নেইমারের। হতাশায় দীর্ঘক্ষণ মুখ ঢেকে বেঞ্চে বসেছিলেন। প্রথম ম্যাচে দারুণ জয় সত্ত্বেও নেইমারের চোট চিন্তায় রেখেছে কোচ তিতে-কে। (ছবি:টুইটার)

5 / 5