TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Oct 01, 2021 | 6:47 PM
বিলিংয়ের প্যারা গ্লাইডিং: হিমালায় অঞ্চলে বিলিংয়ে প্যারাগ্লাইডিং করার একটা অনন্য সাধারণ অনুভূতি আছে। সমুদ্রতল থেকে ২,২৯০ মিটার উঁচুতে যখন আপনি শূন্যে ভেসে থাকবেন, তখন আপনার জীবনে অন্য স্বাদের থ্রিল অনুভূত হবে।
ধর্মশালা ট্রেক: ধর্মশালা বেশ কয়েকটি ছোট ছোট সুন্দর ট্রেকের সমন্বয়ে তৈরি। প্রতিটা ট্রেকের মধ্যেই একটা নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে যা আপনাকে অবাক করে দিতে পারে।
মাশোবরাতে ক্যাম্পিং: মাশোবরা ক্যাম্পিংয়ের জন্য বিশেষভাবে পরিচিত। এখানে ক্যাম্পিং করলে হিমালয়ের একটা অসাধারণ ভিউ আপনি পাবেন। রাতের বেলা মাশোবরার প্রাকৃতিক সৌন্দর্য দেখলে অবাক হতে হয়।
স্পিতিতে সাইক্লিং: স্পিতি পার্বত্য অঞ্চলে সাইক্লিং বিখ্যাত। এই অঞ্চলে সাইক্লিংয়ের মধ্যে একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে।
লাদাখের রোড ট্রিপ: কলেজ থেকে চাকরি জীবন, সব বয়সেরই লাদাখে একটা রোড ট্রিপ করার ইচ্ছে থাকে। লাদাখের রোড ট্রিপ বিশ্বের অন্যতম সুপরিচিত একটা ট্রাভেল প্ল্যান।