ভগবান হনুমান: ভগবান হনুমানের জন্ম হয় চৈত্র পূর্ণিমায় মঙ্গলবার, চিত্রা নক্ষত্রের যোগে। হনুমানের মাতা ছিলেন অঞ্জনী এবং পিতা ছিলেন সুমেরু পর্বতের ভানাররাজ রাজা কেশরী। তিনি আবার পবন পুত্র নামেও পরিচিত। পিতা বায়ুদেব নামেও পরিচিত। রাজস্থানের সালাসার এবং মেহেন্দিপুর ধামে হনুমানের বিশাল মন্দির রয়েছে। সেখানে তিনি অঞ্জনেয়া পুত্র, বজরঙ্গবলী, মহাবীর, মারুতি, পবনপুত্র নামে পরিচিত। হনুমানজি হলেন ভগবান শিবের মূর্ত রূপ। সাহস, আত্মবিশ্বাস, কষ্ট থেকে মুক্তি এবং সাফল্যের জন্য হনুমানজির পুজো করা হয়। ভক্তদের জন্য সর্বোচ্চ রক্ষাকর্তা। এছাড়া ভক্তদের রোগ, দুর্ভাগ্য, অশুভ আত্মা এবং ক্ষতিকর গ্রহের প্রভাব থেকে রক্ষা করেন। কালো জাদু দূর করতে হনুমান চালিসা, শ্রী হনুমান কবচ এবং হনুমান মন্ত্র জপ উপকারী।