AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Last Romantic Places: জীবনের প্রথম প্রেমকে মনের কোটরে যত্নে তুলে রাখতে চান? ঘুরে আসুন পৃথিবীর শেষ রোম্যান্টিক জায়গাগুলিতে

ভাবছেন পার্টনারকে এবছরে চমক দিতে কোথাও বেড়াতে নিয়ে যেতে চান? সামনের ভ্যালেন্টাইন ডে। তাই বিশেষ দিনে প্রেম নিবেদনের মত সুযোগ হাতছাড়া করতে চান না অনেকেই। তবে ভালবাসায় ট্যইস্ট আনতে সঙ্গিনীকে নিয়ে চলে যেতে পারেন বিশ্বের সেরা রোম্যান্টিক জায়গায়।

| Edited By: | Updated on: Feb 09, 2022 | 7:20 PM
Share
ভাবছেন পার্টনারকে এবছরে চমক দিতে কোথাও বেড়াতে নিয়ে যেতে চান? সামনের ভ্যালেন্টাইন ডে। তাই বিশেষ দিনে প্রেম নিবেদনের মত সুযোগ হাতছাড়া করতে চান না অনেকেই। তবে ভালবাসায় ট্যইস্ট আনতে সঙ্গিনীকে নিয়ে চলে যেতে পারেন বিশ্বের সেরা রোম্যান্টিক জায়গায়।

ভাবছেন পার্টনারকে এবছরে চমক দিতে কোথাও বেড়াতে নিয়ে যেতে চান? সামনের ভ্যালেন্টাইন ডে। তাই বিশেষ দিনে প্রেম নিবেদনের মত সুযোগ হাতছাড়া করতে চান না অনেকেই। তবে ভালবাসায় ট্যইস্ট আনতে সঙ্গিনীকে নিয়ে চলে যেতে পারেন বিশ্বের সেরা রোম্যান্টিক জায়গায়।

1 / 8
চূড়ান্ত রোম্যান্স ও একান্তে নিজেদের মধ্যে সময় কাটাতে দুর্দান্ত ও সুন্দর জায়গায় পৌঁছে যেতে পারেন, যে জায়গাগুলি যুগ যুগ ধরে আমাদের কাছে চিরন্তন রোম্যান্টিকতার প্রতীক হয়ে রয়েছে।

চূড়ান্ত রোম্যান্স ও একান্তে নিজেদের মধ্যে সময় কাটাতে দুর্দান্ত ও সুন্দর জায়গায় পৌঁছে যেতে পারেন, যে জায়গাগুলি যুগ যুগ ধরে আমাদের কাছে চিরন্তন রোম্যান্টিকতার প্রতীক হয়ে রয়েছে।

2 / 8
জুলিয়েটস হাউস, ভেরোনা- ভ্যালেন্টাইন ডেতে জুলিয়েটের বাড়ির চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে। উইলিয়াম শেক্সপিয়ারের বিশ্ববিখ্যাত রোমিও-জুলেটের কাহিনি সর্ববন্দিত। বাড়ির সেই বিখ্যাত বারান্দা, বাইরের উঠোনে সেই জুলিয়েটের মূর্তি। এমন পরিবেশে মনে রোম্যান্স তো জাগবেই।

জুলিয়েটস হাউস, ভেরোনা- ভ্যালেন্টাইন ডেতে জুলিয়েটের বাড়ির চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে। উইলিয়াম শেক্সপিয়ারের বিশ্ববিখ্যাত রোমিও-জুলেটের কাহিনি সর্ববন্দিত। বাড়ির সেই বিখ্যাত বারান্দা, বাইরের উঠোনে সেই জুলিয়েটের মূর্তি। এমন পরিবেশে মনে রোম্যান্স তো জাগবেই।

3 / 8
তাজ মহল- প্রেমের প্রতীক হিসেবে শতাব্দী ধরে অবস্থান করে রয়েছে। স্টার-ক্রসড প্রেমিকদের জন্য সেরা জায়গা তো বটেই। যে কোনও যুগলেরই মনের ঠিকানা জানাতে এই পবিত্র ও ভালবাসার স্থানকে বেছে নেন। সাদা মার্বেল দিয়ে তৈরি স্থাপত্যটির সৌন্দর্যেই মুগ্ধ হয়ে যান দর্শকরা।

তাজ মহল- প্রেমের প্রতীক হিসেবে শতাব্দী ধরে অবস্থান করে রয়েছে। স্টার-ক্রসড প্রেমিকদের জন্য সেরা জায়গা তো বটেই। যে কোনও যুগলেরই মনের ঠিকানা জানাতে এই পবিত্র ও ভালবাসার স্থানকে বেছে নেন। সাদা মার্বেল দিয়ে তৈরি স্থাপত্যটির সৌন্দর্যেই মুগ্ধ হয়ে যান দর্শকরা।

4 / 8
আইফেল টাওয়ার, প্যারিস- পৃথিবীর সবচেয়ে রোমান্টিক স্থানগুলির মধ্যে একটি। প্রিয়জনের সঙ্গে প্যারিসে ঘুরতে গেলে সবচেয়ে রোম্যান্টির জিনিসগুলিরমধ্যে এই স্থানের উল্লেখ থাকবে।

আইফেল টাওয়ার, প্যারিস- পৃথিবীর সবচেয়ে রোমান্টিক স্থানগুলির মধ্যে একটি। প্রিয়জনের সঙ্গে প্যারিসে ঘুরতে গেলে সবচেয়ে রোম্যান্টির জিনিসগুলিরমধ্যে এই স্থানের উল্লেখ থাকবে।

5 / 8
ভিয়েনা, অস্ট্রিয়া- পুরনো এই শহরটি আইকনির সিনেমার কেন্দ্রস্থল। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহর ড়ে রোম্যান্টিকতার কিরণ ছড়িয়ে পড়ে। প্রেমিক-প্রেমিকাদের তো বটেই, প্রত্যেক পর্যটকেরই বাকেট লিস্টে এই শহরের নাম উল্লেখ থাকে।

ভিয়েনা, অস্ট্রিয়া- পুরনো এই শহরটি আইকনির সিনেমার কেন্দ্রস্থল। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহর ড়ে রোম্যান্টিকতার কিরণ ছড়িয়ে পড়ে। প্রেমিক-প্রেমিকাদের তো বটেই, প্রত্যেক পর্যটকেরই বাকেট লিস্টে এই শহরের নাম উল্লেখ থাকে।

6 / 8
মালাউই, পূর্ব আফ্রিকা- জগতের বিষ্ময়কর জগতের মধ্যে সহজ জীবনযাপন উপভোগ করতে এই জায়গায় আসতেই হবে। পূর্ব আফ্রিকার দেশটি তার বন্ধুত্বপূর্ণ স্থানীয়দের জন্য পরিচিত। রয়েছে নৈসর্গিক ও অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। মনোমুগ্ধকর দেশে বন্যপ্রাণী ও প্রকৃতিকে হাতে হাত রেখে, কাছ থেকে দেখার অভিজ্ঞতাই আলাদা।

মালাউই, পূর্ব আফ্রিকা- জগতের বিষ্ময়কর জগতের মধ্যে সহজ জীবনযাপন উপভোগ করতে এই জায়গায় আসতেই হবে। পূর্ব আফ্রিকার দেশটি তার বন্ধুত্বপূর্ণ স্থানীয়দের জন্য পরিচিত। রয়েছে নৈসর্গিক ও অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। মনোমুগ্ধকর দেশে বন্যপ্রাণী ও প্রকৃতিকে হাতে হাত রেখে, কাছ থেকে দেখার অভিজ্ঞতাই আলাদা।

7 / 8
আঙ্কোর ওয়াট, কম্বোডিয়া- আঙ্কোর ওয়াটের মন্দিরের ধ্বংসাবশেষের সামনে নিজেরে প্রেমের কাহিনিকে সারা জীবনের উজ্জ্বল করে রাখতে পারেন। জীবনের ভালোবাস নিয়ে পুরনো ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে হাত ধরে হেঁটে যাওয়ার মুহূর্তরা সারা জীবনের ভালবাসার রসদ হয়ে দাঁড়াতে পারে।

আঙ্কোর ওয়াট, কম্বোডিয়া- আঙ্কোর ওয়াটের মন্দিরের ধ্বংসাবশেষের সামনে নিজেরে প্রেমের কাহিনিকে সারা জীবনের উজ্জ্বল করে রাখতে পারেন। জীবনের ভালোবাস নিয়ে পুরনো ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে হাত ধরে হেঁটে যাওয়ার মুহূর্তরা সারা জীবনের ভালবাসার রসদ হয়ে দাঁড়াতে পারে।

8 / 8