রজনীকান্ত থেকে প্রভাস… এই ৬ জনপ্রিয় অভিনেতার আসল নাম জানেন?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 23, 2021 | 10:40 PM

ছয় জনপ্রিয় দক্ষিণী অভিনেতার জন্মগত নাম আজ তাঁদের ভক্তদের মধ্যেও অনেকেরই অজানা। ওই সব অভিনেতার আসল নামে হদিশ দেওয়া হল আপনাকে। দেখুন তো, এর মধ্যে কোন কোনটি আপনি আগে থেকেই জানতেন!

1 / 7
ওঁদের জন্ম হয়েছিল অন্য নামে। পরবর্তীতে যদিও কেউ পেশাগত কারণে আবার কেউ বা উচ্চারণের স্বার্থে নিজের নাম নিজেরাই বদলে ফেলেছেন। রজনীকান্ত থেকে প্রভাস--- ছয় জনপ্রিয় দক্ষিণী অভিনেতার জন্মগত নাম আজ তাঁদের ভক্তদের মধ্যেও অনেকেরই অজানা। ওই সব অভিনেতার আসল নামে হদিশ দেওয়া হল আপনাকে। দেখুন তো, এর মধ্যে কোন কোনটি আপনি আগে থেকেই জানতেন!

ওঁদের জন্ম হয়েছিল অন্য নামে। পরবর্তীতে যদিও কেউ পেশাগত কারণে আবার কেউ বা উচ্চারণের স্বার্থে নিজের নাম নিজেরাই বদলে ফেলেছেন। রজনীকান্ত থেকে প্রভাস--- ছয় জনপ্রিয় দক্ষিণী অভিনেতার জন্মগত নাম আজ তাঁদের ভক্তদের মধ্যেও অনেকেরই অজানা। ওই সব অভিনেতার আসল নামে হদিশ দেওয়া হল আপনাকে। দেখুন তো, এর মধ্যে কোন কোনটি আপনি আগে থেকেই জানতেন!

2 / 7
রজনীকান্ত নামে আজ তাঁকে গোটা দুনিয়া চিনলেও তাঁর আসল নাম শিবাজি রাও গাইকড়।

রজনীকান্ত নামে আজ তাঁকে গোটা দুনিয়া চিনলেও তাঁর আসল নাম শিবাজি রাও গাইকড়।

3 / 7
প্রভাসের আসল নাম উপ্পালাপতি ভেঙ্কাটা সত্যনারায়ণ প্রভাস রাজু।

প্রভাসের আসল নাম উপ্পালাপতি ভেঙ্কাটা সত্যনারায়ণ প্রভাস রাজু।

4 / 7
চিরঞ্জীবীর আসল নাম কনিডেলা শিব শঙ্কর ভারা প্রসাদ।

চিরঞ্জীবীর আসল নাম কনিডেলা শিব শঙ্কর ভারা প্রসাদ।

5 / 7
ধনুশ জন্মেছেন ভেঙ্কাটেশ প্রভু কস্তুরি রাজা নামে।

ধনুশ জন্মেছেন ভেঙ্কাটেশ প্রভু কস্তুরি রাজা নামে।

6 / 7
থালাপতি বিজয়ের আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর।

থালাপতি বিজয়ের আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর।

7 / 7
কেজিএফের দৌলতে যশ এখন বলিউডেও পরিচিত। তাঁর আসল নাম নবীন কুমার গউড়া।

কেজিএফের দৌলতে যশ এখন বলিউডেও পরিচিত। তাঁর আসল নাম নবীন কুমার গউড়া।

Next Photo Gallery
নবান্নে বৈঠকের মাঝে মমতার সামনেই দুর্নীতির অভিযোগ আনলেন মন্ত্রী, মুখ্যমন্ত্রী বললেন…
IPL 2021: মরুশহরে আইপিএলে নেই যে বিদেশি ক্রিকেটাররা, দেখুন ছবিতে