Buttermilk For Weight Loss: প্রচুর পরিশ্রমেও ঝরছে না জেদি মেদ! স্লিম হতে রোজ নিন নোনতা-ঘোলের স্বাদ
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Feb 25, 2022 | 12:37 AM
Weight Loss: উত্তরপ্রদেশে বেশ প্রসিদ্ধ এই বাটারমিল্ক এখন বাঙালি খাজানাতেও প্রবেশ করে ফেলেছে। গ্রীষ্মকালে এই পানীয়ের চাহিদা থাকলে বর্তমানে সারা বছরই বাটারমিল্কের সন্ধান করেন অনেককেই।
1 / 7
গ্রীষ্মকালে এই পানীয়ের চাহিদা থাকলে বর্তমানে সারা বছরই বাটারমিল্কের সন্ধান করেন অনেককেই। দুধ দিয়ে তৈরি এই বাটারমিল্ক সাধারণত কোনও মাখন দেওয়া হয় না।
2 / 7
বেশি ঘন নয় কিন্তু অম্লীয় এই পানীয়টি সাদারণত ব্ল্যাক সল্ট ও জিরে মিশিয়ে পান করা হয়। গরমকালে শরীর চাঙ্গা করতে ও মেজাজ ঠিক করতে এক গ্লাস বাটারমিল্কই যথেষ্ট।
3 / 7
বাটারমিল্কে কিছু টাটকা জিরার গুঁড়া যোগ করুন। এটা শুধু গ্যাস্ট্রিক সমস্যা কমাতেই সাহায্য করবে না কিন্তু ওজন কমাতেও সাহায্য করবে।
4 / 7
কিছু তাজা আদা বেটে তার রস বের করে নিন। তাজা বাটারমিল্কে এই আদার রসের ১ চা চামচ যোগ করুন। এটি পিত্ত নিঃসরণ নিয়ন্ত্রণ করে এবং ওজন কমানোর জন্য হজমশক্তি উন্নত করে।
5 / 7
আপনি যদি মশলাপ্রেমী হন তবে এক গ্লাস বাটারমিল্কে একটি তাজা কাঁচালঙ্কার পেস্ট যোগ করুন। এটি হজম প্রক্রিয়ার গতি বাড়িয়ে আপনার বিপাককে উন্নত করবে।
6 / 7
আপনি যদি ধনে পাতার ভক্ত হন তবে চাঁচ তৈরির সময় তাজা ব্যবহার করুন। এই উপাদানটি গ্যাস এবং ফোলাভাব দূর করতে সাহায্য করে, যা ওজন কমানোর জন্য বেশ উপকারী।
7 / 7
বাটারমিল্ক হল প্রোবায়োটিক। যার অর্থ হল, এতে রয়েছে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া। অনেকেই হয়তো জানেন না যে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।