Fifa World Cup 2022: ডেনমার্কের প্রতিবাদ থেকে মেক্সিকোর আঁকিবুকি, কাতার বিশ্বকাপের নজরকাড়া জার্সি
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Nov 08, 2022 | 11:58 AM
কথায় আছে, আগে দর্শনধারী, পরে গুণবিচারী। পায়ের জাদুতে মুগ্ধ করবেন ঠিকই, পাশাপাশি নয়া জার্সিতে অনুরাগীদের মনে ঝড় তুলতে তৈরি কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলি। কাতারের সেরা দশটি জার্সির ডিজাইন এখানে তুলে ধরা হল।
1 / 10
ডেনমার্ক: নম্বর দশে রয়েছে ডেনমার্কের জার্সি। খুব সাধারণ দেখতে এই জার্সিতে রয়েছে লালের ছোয়া। ঠিক গাঢ় লাল নয়। অনেকটা আবছা হয়ে যাওয়ার মতো। সঙ্গে রয়েছে একটি বার্তা। জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান হামেল জানিয়েছে, এই জার্সির মাধ্যমে কাতারে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানানো হচ্ছে। (ছবি:টুইটার)
2 / 10
হল্যান্ড: হল্যান্ড আর কমলা রঙ যেন সমার্থক শব্দ। সেই দলের হোম কিটের রঙ এবার 'লেজার অরেঞ্জ'। হলুদের উপর সাদার ছোঁয়া সিংহের কেশরের থেকে অনুপ্রাণিত।(ছবি:টুইটার)
3 / 10
বেলজিয়াম: কালো এবং লাল। এটাই হল বেলজিয়ামের জার্সির পরিচয়। তাতে কিছুটা 'অগ্নিসংযোগ' করেছে জার্সি প্রস্তুতকারক সংস্থা। হোম কিট জার্সির দুই হাতে আগুনের ডিজাইন রেড ডেভিলসদের।(ছবি:টুইটার)
4 / 10
ইকুয়েডর:বায়রন ক্যাস্টিলোর জন্ম তথ্য নিয়ে বিতর্কের কারণে ইকুয়েডরের বিশ্বকাপ খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল। সেই আতঙ্ক কাটিয়ে জ্যামিতিক প্যাটার্ন দেওয়া নীল রঙা নতুন অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামবে ইকুয়েডর। (ছবি:টুইটার)
5 / 10
ক্রোয়েশিয়া: সাদা জার্সির উপর লাল স্কোয়ার। এই ডিজাইনের উপর কারিকুরি করা বেশ মুশকিল। বুদ্ধি খাটিয়ে উপায় বের করেছে ক্রোয়েশিয়ার জার্সি প্রস্তুতকারক সংস্থা। জার্সির সামনে অংশ থেকে কিছুটা চেক অংশ মুছে দেওয়া হয়েছে। হাফ অ্যান্ড হাফ লাল এবং সাদা।(ছবি:টুইটার
6 / 10
ব্রাজিল: ব্রাজিলের আইকনিক হলুদ জার্সি। কাতার বিশ্বকাপে ব্রাজিলের হোম জার্সিতে হলুদ রঙ কিছুটা স্তিমিত। জার্সির ব্যাকগ্রাউন্ডের প্যাটার্নে লেপার্ড প্রিন্ট। গোঁড়া ব্রাজিলিয়ান সমর্থকদের হতাশ করতে পারে এই জার্সি।(ছবি:টুইটার)
7 / 10
ফ্রান্স: ব্লু হোম কিট এবং সাদা অ্যাওয়ে জার্সি। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে জার্সির মধ্যে প্রচুর ছবি। যার মধ্যে রয়েছে ১৭৮৯ সালে ফরাসি বিপ্লব, উইন্ডমিলের ছবি। (ছবি:টুইটার)
8 / 10
ইংল্যান্ড: ইংল্যান্ডের হোম কিট নজরকাড়া না হলেও অ্যাওয়ে কিটের ব্যাপারে তেমনটা বলা যায় না। কাতারে থ্রি লায়ন্সদের অ্যাওয়ে জার্সির রঙ লাল, রয়েছে রেট্রো ছোঁয়া। কলারে, জার্সির হাতার শেষপ্রান্তে নীল রঙের বর্ডার।(ছবি:টুইটার)
9 / 10
মেক্সিকো: অ্যাডিডাসের তৈরি এবারের বিশ্বকাপের সেরা অ্যাওয়ে জার্সি মেক্সিকোর। ব্যাকগ্রাউন্ড বেশি উজ্জ্বল নয়। তার উপরে লাল রঙের নজরকাড়া ডিজাইন। একেবারে নতুন স্টাইলের জার্সি। কাতার বিশ্বকাপের স্মার্ট জার্সির তকমা পাচ্ছে মেক্সিকো।(ছবি:টুইটার)
10 / 10
জাপান: জার্মানি ও ফ্রান্সের সঙ্গে কঠিন গ্রুপে থাকা জাপান হয়তো টুর্নামেন্টে বেশিদূর এগোতে পারবে না, তবে সমর্থকদের হৃদয় কাড়তে পারে তাদের হোম কিট। নীল জার্সির উপর সাদা ও ব্লু-র ক্রসওভার অ্যাডিডাসের তৈরি এবারের বিশ্বকাপের অন্যতম সেরা জার্সি। (ছবি:টুইটার)