গর্ভবতীরা প্রতিরাতে গরম দুধের সঙ্গে খান এই আয়ুর্বেদিক উপাদান, নিমেষে উধাও হবে মুড সুয়িং-অ্যালার্জি!
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Aug 12, 2021 | 11:24 PM
প্রথমবার গর্ভধারণ করেছেন? যে কোনও মহিলার কাছেই জীবনের সবচেয়ে প্রিয় মুহুর্তগুলির মধ্যে একটি। এটি এমন একটি অপার অনুভূতি, আবেগ, যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়।
1 / 7
মাতৃত্ব নিঃসন্দেহে একটি জীবন পরিবর্তনকারী অভিজ্ঞতা। এর সঙ্গে মহিলাদের মধ্যে জড়িয়ে রয়েছে দায়িত্ব, কর্তব্য, স্নেহ, ভালবাসা। যা অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ার নয়। তাই আসন্ন অতিথি ও হবু মায়ের স্বাস্থ্য হল সবচেয়ে গুরুত্বের।
2 / 7
সুষম খাদ্য, ভাল অভ্যাস, ও সুখী-পজিটিভ থাকা এইসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইসময় হবু মা ও শরীরের অন্দরে বেড়ে ওঠা ছোট্ট ভ্রুণের দেখভালের জন্য চিকিত্সক থেকে আয়ুর্বেদ বিশেষজ্ঞরা জাফরন বা কেশর খাওয়ার পরামর্শ দিয়েছেন।
3 / 7
গর্ভধারণের নয় মাস মহিলারা সবসময় নানারকম সাধারণ সমস্যার সম্মুখীন হোন। দ্রুত হরমোন পরিবর্তন ও গর্ভাবস্থায় শারীরিক অস্বস্তির জন্য ক্ষণে ক্ষণে মেজাজ পরিবর্তন হয়। জাফরনে রয়েছে সেরোটোনিন উপাদান, যা আপনার শরীরের রক্ত প্রবাহকে বৃদ্ধি করে মেজাজকে নিয়ন্ত্রণ করে।
4 / 7
এই সময় রাতে পর্যাপ্ত ঘুমের খুব দরকার। তাই প্রতিরাতে এক গ্লাস গরম দুধের সঙ্গে জাফরন মিশিয়ে পান করতে পারেন। উদ্বেগ, স্টেস ও মেজাজকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
5 / 7
গর্ভাবস্থায় হবু মায়েদের হরমোনের বিপুল পরিবর্তনের কারণে প্রায়শই ক্র্যাম্প হতে দেখা যায়। কখনও কখনও গুরুতর ও অসহনীয় হয়ে ওঠে। এর থেকে প্রতিকার পেতে জাফরন খেতে পারেন। এটি ব্যাথানাশক হিসেবে দুরন্ত কাজ করে। শরীরের পেশীগুলিতে প্রশমিত করতে সাহায্য করে।
6 / 7
গর্ভাবস্থায় জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন।এর থেকে শরীরে ক্যালোরির পরিমাণ বাড়ায়, কোলেস্টেরলের মাত্রা বাড়ায় ও কার্ডিওভাসকুলারের উপর মারাত্মক প্রভাব পড়ে। এই অবস্থায় জাফরন এই সব সমস্যা থেকে রেহাই দেয়। গর্ভে ছোট্ট শিশুর হার্টের জন্য কেশর অত্যন্ত ভাল উপকরণ।
7 / 7
গর্ভবতীদের অ্যালার্জি ও সংক্রমণের হাত থেকে রক্ষা করতে জাফরন গ্রহণ করা আবশ্য়িক। মরসুমি সংক্রমণ, শ্বাসকষ্ট, বুকে ব্যাথা, অ্যালার্জির ধাত থাকলে প্রাকৃতিকভাবে এই ভেষজ ম্যাজিকের মতো কাজ করে।