Durga Puja: উমার গা আলো করছে সোনা, শ্রীভূমির থিমে ডিজনিল্যান্ডের পাশাপাশি চমক প্রতিমাতেও

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Oct 14, 2023 | 2:15 PM

Durga Puja: থিমে চমক ডিজনিল্যান্ডে, শ্রীভূমির প্রতিমা ঢাকা পড়ছে সোনার গয়নায়। দেবী দুর্গাকে সম্পূর্ণভাবে মুড়ে ফেলা হয়েছে সোনার গয়না দিয়ে। এখনও চলছে মাকে সাজানোর পর্ব। হচ্ছে শেষ মুহূর্তের মণ্ডপ সজ্জার কাজও।

1 / 8
বৃহস্পতিবার ভার্চুয়ালি শ্রীভূমির পুজোর উদ্বোধন করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপর থেকেই মণ্ডপে নামছে মানুষের ঢল।

বৃহস্পতিবার ভার্চুয়ালি শ্রীভূমির পুজোর উদ্বোধন করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপর থেকেই মণ্ডপে নামছে মানুষের ঢল।

2 / 8
প্রতিবারই এখানকার মণ্ডপসজ্জা, প্রতিমা দেখতে ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ। এবারে বিশেষভাবে নজর কাড়ছে এখানকার প্রতিমার রূপ।

প্রতিবারই এখানকার মণ্ডপসজ্জা, প্রতিমা দেখতে ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ। এবারে বিশেষভাবে নজর কাড়ছে এখানকার প্রতিমার রূপ।

3 / 8
দেবী দুর্গাকে সম্পূর্ণভাবে মুড়ে ফেলা হয়েছে সোনার গয়না দিয়ে। এখনও চলছে মাকে সাজানোর পর্ব। হচ্ছে শেষ মুহূর্তের মণ্ডপ সজ্জার কাজও।

দেবী দুর্গাকে সম্পূর্ণভাবে মুড়ে ফেলা হয়েছে সোনার গয়না দিয়ে। এখনও চলছে মাকে সাজানোর পর্ব। হচ্ছে শেষ মুহূর্তের মণ্ডপ সজ্জার কাজও।

4 / 8
প্রত্যেকবারই কিছু না কিছু চমক থাকে শ্রীভূমির পুজোয়। এবারে তাঁদের পুজোর থিম ডিজনিল্যান্ড।

প্রত্যেকবারই কিছু না কিছু চমক থাকে শ্রীভূমির পুজোয়। এবারে তাঁদের পুজোর থিম ডিজনিল্যান্ড।

5 / 8
প্রতিমার জন্যই আলাদা করে তৈরি করা হয়েছে সোনার গয়না। তাই আলো করে রয়েছে উমার গায়ে।

প্রতিমার জন্যই আলাদা করে তৈরি করা হয়েছে সোনার গয়না। তাই আলো করে রয়েছে উমার গায়ে।

6 / 8
ডিজনি ল্য়ান্ডের পাশাপাশি এই সোনার গয়না আরও বেশি করে উন্মাদনা তৈরি করেছে দর্শনার্থীদের মধ্যে।

ডিজনি ল্য়ান্ডের পাশাপাশি এই সোনার গয়না আরও বেশি করে উন্মাদনা তৈরি করেছে দর্শনার্থীদের মধ্যে।

7 / 8
নজর যেমন কাড়ছে শ্রীভূমি তেমনই মধ্য কলকাতার বেশ কিছু নামজাদা পুজো রয়েছে। সেখানেও ধীরে ধীরে দর্শকদের ভিড় চোখে পড়ছে মহালয়ার দিনেও।

নজর যেমন কাড়ছে শ্রীভূমি তেমনই মধ্য কলকাতার বেশ কিছু নামজাদা পুজো রয়েছে। সেখানেও ধীরে ধীরে দর্শকদের ভিড় চোখে পড়ছে মহালয়ার দিনেও।

8 / 8
প্রসঙ্গত, শেষ দুই বছর পুজোতে বৃষ্টি দেখেছে বাংলা। এবারে যদিও বৃষ্টির পূর্বাভাস বিশেষ নেই বাংলায়। তবে নবমী-দশমীতে আংশিকভাবে মেঘলা থাকতে পারে আকাশ।

প্রসঙ্গত, শেষ দুই বছর পুজোতে বৃষ্টি দেখেছে বাংলা। এবারে যদিও বৃষ্টির পূর্বাভাস বিশেষ নেই বাংলায়। তবে নবমী-দশমীতে আংশিকভাবে মেঘলা থাকতে পারে আকাশ।

Next Photo Gallery