বায়ু দূষণ জলবায়ু পরিবর্তনের অন্যতম বড় কারণ। সম্প্রতি সুইৎজারল্যান্ডের করা এক সমীক্ষাতে উঠে এসে বিশ্বের সব থেকে দূষিত ১০টি শহরের নাম। সংস্থাটির নাম আইকিউ এয়ার। এই তালিকায় জায়গা করে নিয়েছে ভারতেরও ৩ টি শহর। সাধারণ এয়ার কোয়ালিটি ইনডেক্স বা AQI দিয়ে বায়ু দূষণের মাত্রা মাপা হয়ে থাকে। দেখা নেওয়া যাক দূষণের বিচারে শহরগুলির অবস্থান।
১) ভারতের রাজধানী দিল্লি এই তালিকায় রয়েছে প্রথম স্থানে। AQI: ৫৫৬
২) বিশ্বের দ্বিতীয় দূষিত শহর হিসাবে পাকিস্তানের লাহৌরের নাম উঠে এসেছে। AQI: ২২০
৩) তৃতীয় স্থানে রয়েছে বুলগেরিয়ার সোফিয়া। AQI: ১৭৮
৪) চতুর্থ স্থানে রয়েছে কলকাতা। AQI: ১৭৭
৫) ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব রয়েছে এই তালিকার পঞ্চম স্থানে। AQI: ১৭৩
৬) ষষ্ঠ স্থানে রয়েছে ভারতের বাণিজ্য নগরী মুম্বই। AQI: ১৬৯
৭) সার্বিয়ার রাজধানী বেলগ্রেড রয়েছে তালিকার সপ্তম স্থানে। AQI: ১৬৫
৮) অষ্টম স্থানে রয়েছে চিনের চেঙ্গদু। AQI: ১৬৫
৯) নবম স্থানে রয়েছে ম্যাসিডোনিয়ার শহর স্কপজে। AQI: ১৬৪
১০) দশম স্থানে রয়েছে পোল্যান্ডের ক্রাকো। AQI: ১৬০