Bangla News » Photo gallery » These 4 ayurveda ingredients which help in treating white discharge in women
White Discharge In Women: পিরিয়ড শুরু আগে অতিরিক্ত সাদা স্রাবের লক্ষণ মারাত্মক! গুরুতর সংক্রমণ থেকে রেহাই পান এই ৪ ভেষজের গুণে
TV9 Bangla Digital | Edited By: dipta das
Updated on: Mar 12, 2023 | 5:01 PM
Ayurveda Tips: সাধারণত পিরিয়ড শুরুর আগে এই সাদা স্রাব নির্গত হওয়া খুবই স্বাভাবিক। দিনে প্রায় দুই থেকে তিনবার এমনটা ঘটে থাকে। এই পরিস্থিতিকে লিউকোরিয়া নামে পরিচিত।
Mar 12, 2023 | 5:01 PM
নিজের স্বাস্থ্যের ব্যাপারে কখনওই চোখ ফিরেও থাকান না মহিলারা। বিশেষ করে গাইনোকোলজিকাল সমস্যাগুলি ক্রমাগত অবহেলা করে থাকেন। বাড়ির মাথা হিসেবে মহিলাদের গুরুত্ব ও ভূমিকা দুটোই যখন বর্তমান তখন নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে অসম্ভব অসচেতন।
1 / 10
মাসিক চক্র, প্রজননে সক্ষম মহিলাদের ঘন ঘন সাদা, হলুদ ও আঠালো তরল যোনি স্রাব নির্গত হয়। সাধারণত পিরিয়ড শুরুর আগে এই সাদা স্রাব নির্গত হওয়া খুবই স্বাভাবিক। দিনে প্রায় দুই থেকে তিনবার এমনটা ঘটে থাকে। এই পরিস্থিতিকে লিউকোরিয়া নামে পরিচিত।
2 / 10
বিশেষজ্ঞদের মতে, নির্দিষ্ট সময়কালেই সাদা স্রাব নির্গত হয়। এর স্বাভাবিক প্রক্রিয়াতেই সাদা স্রাব নির্গত হয়, কিন্তু অতিরিক্ত মাত্রায় যদি সাদা স্রাব নির্গত হলে বুঝতে হবে শারীরিক সমস্যার ইঙ্গিত দেয়। বিশেষজ্ঞদের মতে, গর্ভধারণের জন্য শরীর সুস্থ থাকার ইঙ্গিত দেয় এই স্রাব। তবে অতিরিক্ত ক্ষরণ কিন্তু সংক্রামক রোগের সম্ভাবনা হতে পারে।
3 / 10
দিনে তিনবারের বেশি যদি সাদা থেকে ধূসর রঙের তরল স্রাবের সঙ্গে দুর্গন্ধ ও চুলকানি হলে অবিলম্বে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, লিউকোরিয়া কোনও রোগ নয়, তবুও অতিরিক্ত সাদা স্রাব নির্গত হলে ডায়াবেটিস-সহ অসংখ্য অসুস্থতার বিকাশের কারণ হতে পারে। রক্তল্পতা, ব্যাকটেরিয়া সংক্রমণ ও যৌন সংক্রামিত রোগের কারণ হতে পারে।
4 / 10
অস্বাভাবিক সাদা স্রাবের চিকিত্সার জন্য সঠিক পরামর্শ ও চিকিত্সা নেওয়া উচিত। কাঁড়ি কাঁড়ি ট্যাবলেট খাওয়ার আগে কিছু আয়ুর্বেদিক উপায় অবলম্বন করতে হয়। আয়ুর্বেদ হল সবচেয়ে বিশ্বস্ত ও কার্যকরী চিকিত্সা। আয়ুর্বেদ অনুসারে লিউকোরিয়া ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা পেতে কী কী ভেষজ উপাদান সঙ্গে রাখবেন তা জেনে নিন...
5 / 10
লোধরা: এটি একটি শক্তিশালী ভেষজ হিসেবে আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখ করা রয়েছে। মহিলাদের বিভিন্ন হরমোনজনিত সমস্যাগুলির চিকিত্সার জন্য উপকারী। এই ভেষজে রয়েছে শক্তিশালী অ্যাস্ট্রিঞ্জেন্ট ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকায় সাদা স্রাবের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। লোধরা গাছের ছাল ফুটিয়ে ঠান্ডা করুন। সেই জল যোনির মুখ পরিষ্কার করতে পারেন। এছাড়া জলে ফুটিয়ে চা হিসেবে পান করতে পারেন।
6 / 10
ত্রিফলা: আমলকি, হরিতকি ও বিভিটকি, এই তিনটি ফলকেই ত্রিফলা বলা হয়। সংক্রমণ গুরুতর হলে বাড়িতেই ব্যাক্তিগত জায়গা পরিষ্কার করার জন্য ব্যবহার করতে পারেন। ২০ গ্রাম ত্রিফলা আধ লিটার জলে ফুটিয়ে নিন। এক চতুর্থাংশ জল অবশিষ্ট থাকলে আভেন বন্ধ করে জল ছেঁকে নিন। ঠান্ডা হলে যোনিমুখ ধোওয়ার জন্য ব্যবহার করতে পারেন।
7 / 10
গুরুচি: দেশি চিকিত্সার জন্য গুরুত্বপূর্ণ প্রতিকার। প্রদাহবিরোধী ও বার্ধক্যবিরোধী বৈশিষ্ট্য সমৃদ্ধ। গুরুচি গাছের কাণ্ড জলেতে সেদ্ধ করে যোনিপথে যোনিস্রাবের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে যোনিমুখ ধোয়ার জন্য ব্যবহার করতে পারেন।
8 / 10
অশোক: এন্ডোমেট্রিওসিস এবং মহিলাদের বন্ধ্যাত্ব থেকে রেহাই পেতে এই সুন্দর ও উপকারী ফুল বিশেষভাবে উপকারী বলে মনে করা হয়। অনিয়মিত ঋতুস্রাব ও অস্বাভাবিক যোনি স্রাব-সহ অনেক গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার থেকে রেহাই পেতে অশোক গাছের ফুলকে বেছে নিতে পারেন। এক গ্লাস জলে অশোক গাছের ছাল সিদ্ধ করার পরে চা হিসেবে পান করতে পারেন। এছাড়া গাছের ছাল সেদ্ধ করা জল দিয়ে খুব ভাল করে পরিষ্কার করে নিতে পারেন।
9 / 10
তবে সাদা স্রাব স্বাভাবিক না অস্বাভাবিকভাবে নির্গত করা হচ্ছে কিনা তা সবসময় নজরে রাখা প্রয়োজন। সাদা স্রাব যদি মাত্রাতিরিক্ত নির্গত হলে স্বাস্থ্যকর, পুষ্টিকর খাবার খাওয়া উচিত। এছাড়া প্রচুর পরিমাণে জল পান করা উচিত। পাশাপাশি ব্যক্তিগত জায়গায় সবসময় পরিচ্ছন্ন রাখা উচিত। তাতে সাদা স্রাব নির্গত হয় স্বাভাবিক নিয়মেই।