Soft Feet At Home: শীত শুরুর আগে, পেডিকিওর ছাড়াই বাড়িতে কীভাবে শুষ্ক ও ফাটা পায়ের পরিচর্চা করবেন, জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Oct 08, 2022 | 11:27 AM

Skin Care in winter: শীতের আগে পার্লারে গিয়ে পকেট খসিয়ে পেডিকিউর না করেও সুন্দর ও কোমল পা পেতে পারেন। রান্নাঘরের বিভিন্ন উপাদান ব্যবহার করেই মিলবে নরম ও মসৃণ পা।

1 / 7
অক্টোবর মাস মানেই এবার শীতের আনাগোনা। আবহাওয়ার খামখেয়ালিপনায় ত্বকের অবস্থা বিধ্বস্ত হলেও শীত শুরু হতে না হতেই পা ও হাতের চামড়া শুষ্ক হতে শুরু হয়ে যায়। তাই শীতের আগে থেকেই হাত ও পায়ের যত্ন নেওয়া প্রয়োজন।

অক্টোবর মাস মানেই এবার শীতের আনাগোনা। আবহাওয়ার খামখেয়ালিপনায় ত্বকের অবস্থা বিধ্বস্ত হলেও শীত শুরু হতে না হতেই পা ও হাতের চামড়া শুষ্ক হতে শুরু হয়ে যায়। তাই শীতের আগে থেকেই হাত ও পায়ের যত্ন নেওয়া প্রয়োজন।

2 / 7
 শীতের আগে পার্লারে গিয়ে পকেট খসিয়ে পেডিকিউর  না করেও সুন্দর ও কোমল পা পেতে পারেন। রান্নাঘরের বিভিন্ন উপাদান ব্যবহার করেই মিলবে নরম ও মসৃণ পা। তার জন্য দরকার একটুখানি সময়।

শীতের আগে পার্লারে গিয়ে পকেট খসিয়ে পেডিকিউর না করেও সুন্দর ও কোমল পা পেতে পারেন। রান্নাঘরের বিভিন্ন উপাদান ব্যবহার করেই মিলবে নরম ও মসৃণ পা। তার জন্য দরকার একটুখানি সময়।

3 / 7
কলা: শীতের আগে বা শীত চলাকালীন পা শুষ্ক হয়ে ফাটল ধরে। তাতে আরও নোংরা ও জঘন্য দেখতে লাগে। মসৃণ ও সুন্দর পায়ের জন্য সেই ফাটলগুলি থেকে মুক্তি পেতে একটি পাকা কলাকে ভাল করে চটকে পায়ের ফাটা অংশে প্রয়োগ করুন। হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলার আগে ১০-১৫ মিনিটের জন্য অপেক্ষা করুন।

কলা: শীতের আগে বা শীত চলাকালীন পা শুষ্ক হয়ে ফাটল ধরে। তাতে আরও নোংরা ও জঘন্য দেখতে লাগে। মসৃণ ও সুন্দর পায়ের জন্য সেই ফাটলগুলি থেকে মুক্তি পেতে একটি পাকা কলাকে ভাল করে চটকে পায়ের ফাটা অংশে প্রয়োগ করুন। হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলার আগে ১০-১৫ মিনিটের জন্য অপেক্ষা করুন।

4 / 7
গোলাপ জল: কোমল ও টানটান ত্বকের জন্য বহু যুগ ধরে গোলাপ জলের ব্যবহার হয়ে আসছে। নরম ও সুন্দর সুগন্ধযুক্ত পা পেতে এই টোটকা দারুণ কাজে দেবে। আধ কাপ ঠান্ডা জলের সঙ্গে কোয়ার্টার কাপ গোলাপ জল মেশান ও মিশ্রণের মধ্যে এক মুঠো গোলাপের পাপড়ি যোগ করুন।

গোলাপ জল: কোমল ও টানটান ত্বকের জন্য বহু যুগ ধরে গোলাপ জলের ব্যবহার হয়ে আসছে। নরম ও সুন্দর সুগন্ধযুক্ত পা পেতে এই টোটকা দারুণ কাজে দেবে। আধ কাপ ঠান্ডা জলের সঙ্গে কোয়ার্টার কাপ গোলাপ জল মেশান ও মিশ্রণের মধ্যে এক মুঠো গোলাপের পাপড়ি যোগ করুন।

5 / 7
এই মিশ্রণটি পরিস্কার কন্টেনারের মধ্যেও রেখে দিতে পারেন। প্রতিবার পা শুষ্ক ও ক্লান্ত বোধ করলে স্প্রে করে নিতে পারেন। পা হবে গোলাপের পাপড়ির মত নরম ও গন্ধযুক্ত।

এই মিশ্রণটি পরিস্কার কন্টেনারের মধ্যেও রেখে দিতে পারেন। প্রতিবার পা শুষ্ক ও ক্লান্ত বোধ করলে স্প্রে করে নিতে পারেন। পা হবে গোলাপের পাপড়ির মত নরম ও গন্ধযুক্ত।

6 / 7
দুধ-লবণ-লেবুর রস: টোনড ত্বকের জন্য এই তিনটি উপাদান দারুণ কার্যকরী। অল্প গরম দুধের মধ্য়ে এক চিমটে নুন ও এক চা চামচ লেবুর রস দিয়ে ভাল ভাবে মিশিয়ে নিন। এবার ওই মিশ্রণটি পায়ে ব্যবহার করুন।

দুধ-লবণ-লেবুর রস: টোনড ত্বকের জন্য এই তিনটি উপাদান দারুণ কার্যকরী। অল্প গরম দুধের মধ্য়ে এক চিমটে নুন ও এক চা চামচ লেবুর রস দিয়ে ভাল ভাবে মিশিয়ে নিন। এবার ওই মিশ্রণটি পায়ে ব্যবহার করুন।

7 / 7
ত্বকে কিছুক্ষণ ম্য়াসাজ করুন। ত্বকের মধ্যে মিলিয়ে গেলে ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন। এরপর হালকা গরম জলে ধুয়ে ফেলে তোয়ালে দিয়ে মুছে নিন। সপ্তাহে একবার এই প্যাক ব্যবহার করলে এক মাসের মধ্যে এর ফল পাবেন হাতে নাতে।

ত্বকে কিছুক্ষণ ম্য়াসাজ করুন। ত্বকের মধ্যে মিলিয়ে গেলে ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন। এরপর হালকা গরম জলে ধুয়ে ফেলে তোয়ালে দিয়ে মুছে নিন। সপ্তাহে একবার এই প্যাক ব্যবহার করলে এক মাসের মধ্যে এর ফল পাবেন হাতে নাতে।

Next Photo Gallery