Soft Feet At Home: শীত শুরুর আগে, পেডিকিওর ছাড়াই বাড়িতে কীভাবে শুষ্ক ও ফাটা পায়ের পরিচর্চা করবেন, জেনে নিন
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Oct 08, 2022 | 11:27 AM
Skin Care in winter: শীতের আগে পার্লারে গিয়ে পকেট খসিয়ে পেডিকিউর না করেও সুন্দর ও কোমল পা পেতে পারেন। রান্নাঘরের বিভিন্ন উপাদান ব্যবহার করেই মিলবে নরম ও মসৃণ পা।
1 / 7
অক্টোবর মাস মানেই এবার শীতের আনাগোনা। আবহাওয়ার খামখেয়ালিপনায় ত্বকের অবস্থা বিধ্বস্ত হলেও শীত শুরু হতে না হতেই পা ও হাতের চামড়া শুষ্ক হতে শুরু হয়ে যায়। তাই শীতের আগে থেকেই হাত ও পায়ের যত্ন নেওয়া প্রয়োজন।
2 / 7
শীতের আগে পার্লারে গিয়ে পকেট খসিয়ে পেডিকিউর না করেও সুন্দর ও কোমল পা পেতে পারেন। রান্নাঘরের বিভিন্ন উপাদান ব্যবহার করেই মিলবে নরম ও মসৃণ পা। তার জন্য দরকার একটুখানি সময়।
3 / 7
কলা: শীতের আগে বা শীত চলাকালীন পা শুষ্ক হয়ে ফাটল ধরে। তাতে আরও নোংরা ও জঘন্য দেখতে লাগে। মসৃণ ও সুন্দর পায়ের জন্য সেই ফাটলগুলি থেকে মুক্তি পেতে একটি পাকা কলাকে ভাল করে চটকে পায়ের ফাটা অংশে প্রয়োগ করুন। হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলার আগে ১০-১৫ মিনিটের জন্য অপেক্ষা করুন।
4 / 7
গোলাপ জল: কোমল ও টানটান ত্বকের জন্য বহু যুগ ধরে গোলাপ জলের ব্যবহার হয়ে আসছে। নরম ও সুন্দর সুগন্ধযুক্ত পা পেতে এই টোটকা দারুণ কাজে দেবে। আধ কাপ ঠান্ডা জলের সঙ্গে কোয়ার্টার কাপ গোলাপ জল মেশান ও মিশ্রণের মধ্যে এক মুঠো গোলাপের পাপড়ি যোগ করুন।
5 / 7
এই মিশ্রণটি পরিস্কার কন্টেনারের মধ্যেও রেখে দিতে পারেন। প্রতিবার পা শুষ্ক ও ক্লান্ত বোধ করলে স্প্রে করে নিতে পারেন। পা হবে গোলাপের পাপড়ির মত নরম ও গন্ধযুক্ত।
6 / 7
দুধ-লবণ-লেবুর রস: টোনড ত্বকের জন্য এই তিনটি উপাদান দারুণ কার্যকরী। অল্প গরম দুধের মধ্য়ে এক চিমটে নুন ও এক চা চামচ লেবুর রস দিয়ে ভাল ভাবে মিশিয়ে নিন। এবার ওই মিশ্রণটি পায়ে ব্যবহার করুন।
7 / 7
ত্বকে কিছুক্ষণ ম্য়াসাজ করুন। ত্বকের মধ্যে মিলিয়ে গেলে ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন। এরপর হালকা গরম জলে ধুয়ে ফেলে তোয়ালে দিয়ে মুছে নিন। সপ্তাহে একবার এই প্যাক ব্যবহার করলে এক মাসের মধ্যে এর ফল পাবেন হাতে নাতে।