হিন্দু পঞ্জিকা অনুযায়ী, মাঘ শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমীর উৎসব পালিত হয়। জ্ঞান, বিদ্যা, সঙ্গীত ও শিল্পের দেবী সরস্বতীকে এদিন নিষ্ঠাভরে পুজো করা হয়।
ধর্মীয় বিশ্বাস যে বসন্ত পঞ্চমীর শাস্ত্র অনুসারে, দেবী সরস্বতী এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। তাই এই বিশেষ দিনে সরস্বতীর আরাধনা করা হয়।
বসন্ত পঞ্চমীর মাধ্যমে বসন্তের সূচনা করে। এবারের বসন্ত পঞ্চমী এ বছরের আগামী ২৫ জানুয়ারিতে দেবী সরস্বতীর বিশেষ গুরুত্ব দিয়ে পুজো করা হয়।
সনাতন ধর্মে, তিনি জ্ঞানের দেবী। বিশ্বাস করা হয় যে বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীর পুজো করলে দেবী লক্ষ্মী ও দেবী কালীরও আশীর্বাদ পাওয়া।
যে কোনও পুজোয় প্রসাদেরও গুরুত্ব রয়েছে। বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীকে পুজোর সময় প্রসাদ নিবেদন করতে হয়। জীবনের কাঙ্খিত ফল পেতে চাইলে ও সরস্বতীকে তুষ্ট করতে চান, তাহলে এই জিনিসগুলি অবশ্যই মেনে চলুন।
রাজভোগ: সরস্বতীর পুজোয় সাদা ও হলুদ জিনিস নিবেদন করা হয়। বসন্তের প্রধান রং হল হলুদ। বিশ্বাস অনুযায়ী হলুদ জিনিস নিবেদন করলে সরস্বতী প্রসন্ন হন। সরস্বতীকে তুষ্ট করতে রাজভোগ নিবেদন করতে পারেন।
বোঁদে: ধর্মীয় বিশ্বাস অনুসারে সরস্বতী হলুদ রঙের বোঁদে খুব পছন্দ করেন। এর সঙ্গে গুরুগৃহকে খুশি করার জন্য বসন্ত পঞ্চমীতে সরস্বতীকে ভোগ হিসাবে বুন্ডি লাড্ডু বা বোঁদে নিবেদন করুন। এরপর দুঃস্থদের মধ্যে প্রসাদ বিতরণ করুন।
কেশরের হালওয়া: সরস্বতী পুজোয় ঐতিহ্যবাহী ভোগ হিসেবে কেশর হালওয়া দেওয়া হয়। সরস্বতীকে এই হালওয়া নিবেদন করলে সব দুঃখ-কষ্টও দূর হতে পারে।
বেসন কা লাড্ডু: বেসন দিয়ে তৈরি হলুদ রঙের এই সুস্বাদু মিষ্টি সরস্বতী পুজোয় নৈবেদ্যে হিসেবে নিবেদন করুন। বিদ্যার দেবীকে পুজো করার সময় বেসনের লাড্ডুও প্রসাদে অন্তর্ভুক্ত করা উচিত। বেসন দিয়ে তৈরি লাড্ডুকে শুভ বলে মনে করা হয়।