Look A like: বলিউডে বেশ কয়েকজন তারকা, যাঁরা তাঁদের মা-বাবার ‘কার্বন কপি’
TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta
Jun 19, 2022 | 10:57 PM
Look A like: অল্প বয়সে তাঁদের বাবা-মাকে যেমন দেখতে ছিল, আজকের এই তারকা প্রায় বাবা-মায়ের মতো দেখতে হয়েছেন। তাঁদের ছবি দেখে অনুরাগীরা ফিরে যান বাবা-মায়ের সময়ে।
1 / 7
অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খান। অমৃতার যুবা অবস্থার ছবির সঙ্গে সারা ছবির প্রচুর মিল।
2 / 7
দিদি সারার মতো ইব্রাহিম খানও তাঁর বাবা সইফের যুবা অবস্থার কার্বন কপি।
3 / 7
আলিয়া আর তাঁর মা সোনি রাজদানের মধ্যে প্রুচুর মিল। সদ্য একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। যেখানে আলিয়ার গাঙ্গুবাই লুকের সঙ্গে সোনির মান্ডি ছবির লুকের মিল খুঁজে পান নেটিজ়েনরা।
4 / 7
সারিকার বড় মেয়ে শ্রুতি. সারিকার যুবা অবস্থার ছবির সঙ্গে শ্রুতির মুখের খুব মিল।
5 / 7
স্যারোগেসির মাধ্যমে শাহরুখ খানের জীবনে আসে আব্রাহাম। বাবা-ছেলের মুখের কত মিল।
6 / 7
অনন্যা পাণ্ডের মা ভাবনা। দুজনকে একসঙ্গে দেখলে দুই বোনই মনে হয়।
7 / 7
তারা সুতারিয়াও হুবহু তাঁর মা টিনা সুতারিয়ার মতো দেখতে। তাঁরা একটি যমজ বোনও রয়েছে।