Dieting: ঋতুস্রাব চলাকালীন অসুস্থতা বোধ করেন? পরিবর্তন আনুন ডায়েটে
TV9 Bangla Digital | Edited By: megha
Aug 14, 2021 | 12:31 PM
মুড সুইং, পেটে ব্যথা, আমাশয় এবং মাথা ব্যথার মত একাধিক সমস্যা সম্মুখীন হতে হয় ঋতুস্রাব চলাকালীন। এই সমস্যার হাত থেকে রেহাই পেতে ডায়েটে যোগ করুন এই খাদ্য গুলি।
1 / 9
জল: জল শরীরের জন্য সবসসময় ভালো। বিশেষত যখন আপনার ঋতুস্রাব বা পিরিয়ড চলছে। জল আপনার শরীরকে হাইড্রেট রাখে, যার ফলে ঋতুস্রাব চলাকালীন আপনাকে মাথা যন্ত্রণার মত সমস্যার সম্মুখীন হতে হয় না।
2 / 9
দই: বেশির ভাগ মহিলারই ঋতুস্রাব চলাকালীন ইস্ট সংক্রমণ দেখা দেয়। এই সংক্রমণের হাত থেকে রেহাই পেতে নিয়মিত দই খান।
3 / 9
বাদাম: ওমেগা৩ ও প্রোটিন ছাড়াও বাদামে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম এবং একাধিক ভিটামিন রয়েছে যা ঋতুস্রাব চলাকালীন আপনার শারীরিক দুর্বলতা কমাতে সাহায্য করে।
4 / 9
মাংস: মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা আপনার পেশীর ব্যথাকে উপশম করতে সাহায্য করে।
5 / 9
মাছ: আয়রন, ওমেগা৩ ও প্রোটিনে সমৃদ্ধ থাকায় মাছ আপনার শরীরের একাধিক সমস্যা দূর করতে সাহায্য করে। ঋতুস্রাব চলাকালীন শরীরে আয়রনের স্বল্পতাকে পূরণ করার পাশাপাশি ওমেগা৩ পেটে ব্যথা এবং মানসিক চাপকে কমাতেও কার্যকরী।
6 / 9
হলুদ: হলুদের মধ্যে রয়েছে একাধিক ঔষধি গুণ। তাই ঋতুস্রাব চলাকালীন সমস্ত শারীরিক সমস্যার হাত থেকে রেহাই পেতে ডায়েটে যোগ করুন হলুদ।
7 / 9
ফল: তরমুজ, শশার মত ফলগুলি খেলে, এটি আপনার শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করবে। অন্যদিকে মিষ্টি জাতীয় ফল খেলে পূরণ হবে আপনার শরীরে শর্করার পরিমাণ।
8 / 9
আদা: এক কাপ আদা দিয়ে চা আপনার ঋতুস্রাব জনিত সমস্ত শারীরিক সমস্যার সমাধান করতে পারে। আদার মধ্যে প্রদাহবিরোধী প্রভাব রয়েছে, যা পেশীর ব্যথাকে প্রশমিত করতে সাহায্য করে। তার সাথে বমি-বমি ভাবকেও কমাতে সাহায্য করে আদা।
9 / 9
সবুজ শাক-সবজি: ঋতুস্রাব চলাকালীন শরীরে আয়রনের মাত্রা কমে যায়, বিশেষত যেসব মহিলাদের বেশি পরিমাণে ঋতুস্রাব হয়। তাই আয়রনের স্বল্পতাকে পূরণ করতে বেশি পরিমাণে সবুজ শাক-সবজি খান।