Dhanteras Shopping 2022: সোনা-রুপো-বাসন নয়, ধনতেরাসের দিন এই ৬ জিনিস কিনলেও দূর হবে সব অভাব-অনটন
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Oct 20, 2022 | 10:15 PM
Goddess Lakshmi: জ্যোতিষমতে, এদিন শুধু সোনা-রূপো বা যে কোনও ধাতুর জিনিস কিনলেই শ্রীবৃদ্ধি হবে তাই নয়, এমন কিছু সাধারণ জিনিস রয়েছে, যেগুলি ঘরে আনলে তা শুভ বলে মনে করা হয়।
1 / 8
ধনতেরাসের দিন সোনা-রূপো কিংবা বাসনপত্র কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, ধনতেরাসে এই জিনিসগুলি কিনলে গৃহে সারা বছর সমৃদ্ধি বিরাজ করবে, আর্থিক কষ্ট হবে দূর, হু হু করে বৃদ্ধি পাবে ধন-সম্পত্তি।
2 / 8
জ্যোতিষমতে, এদিন শুধু সোনা-রূপো বা যে কোনও ধাতুর জিনিস কিনলেই শ্রীবৃদ্ধি হবে তাই নয়, এমন কিছু সাধারণ জিনিস রয়েছে, যেগুলি ঘরে আনলে তা শুভ বলে মনে করা হয়।
3 / 8
পান পাতা- দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস হল পান পাতা। তাই ধনতেরাসের দিন অবশ্যই ৫টি পানপাতা কিনবেন। মহালক্ষ্মীকে পান পাতা অর্পণ করুন ও দীপাবলি উত্সব শেষ হওয়ার পরের দিন সেগুলি জলে ভাসিয়ে দিতে পারেন।
4 / 8
ঝাড়ু: ধনতেরাসের দিন ঘরে ঝাড়ু কিনে আনলে তা শুভ বলে মনে করা হয়। ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে মনে করা হয়। তাই এদিন সোনার বদলে ঝাড়ু কিনতে পারেন। ঘর পরিষ্কার করতে ঝাড়ুর প্রয়োজন, তেমনি মনের অশুভ দিকগুলিকে ঝেড়ে ফেলার জন্য সাহায্য করে।
5 / 8
লক্ষ্মী-গণেশের মূর্তি- এইদিনের শুভ উপলক্ষে বাড়িতে সম্পদের দেবী লক্ষ্মী ও সৌভাগ্যের দেবতা গণেশের মূর্তি আনতে পারেন। মনে রাখবেন, এই মূর্তি যেন মাটির তৈরি করা হয়। তাতে আগামী বছরগুলিতে বিসর্জন করা যায়। এই দিনে গণেশ-লক্ষ্মীর মূর্তি আনলে ঘরে সুখ ও সমৃদ্ধি বিরাজ করে।
6 / 8
ধনে- ধনতেরাসে ধনে অবশ্যই কেনা উচিত। দেবী লক্ষ্মীকে ধনে নিবেদন করলে সম্পদ বৃদ্ধি হয়। কেনা ছাড়াও যদি ধনে বাড়ির আশেপাশে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে চিরকাল লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন। ধনে হল সুখের প্রতীক। তবে এই ধনে যেন কখনও রান্নায় ব্যবহার করবেন না। দীপাবলি শেষ হলে গরুকে খাওয়াতে পারেন।
7 / 8
লক্ষ্মীর চরণ- ধনতেরাসের দিন ঘরে লক্ষ্মীর চরণ আনলে তা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এই দিনে লক্ষ্মীর চরণকে ঘনে আনা মানেই লক্ষ্মীর আবাহন বলে মনে করা হয়। এই দিনে দেবী লক্ষ্মীর পা ঘরে আনার অর্থ হল বাড়িতে আমন্ত্রণ জানানো। লক্ষ্মীর দুপায় ঘরে আনতে পারলে ভাল। পুজোর ঘরে যত্ন করে রেখে দিন।
8 / 8
বাতাসা- দীপাবলি উপলক্ষে নতুন ধানের ফসল তৈরি করা হয়। এই ধান থেকে চাল, তারপর চাল দিয়ে ক্ষীর তৈরি করা হয়। তবে যারা ক্ষীর করতে পারেন না, তারা বাতাসা তৈরি করতে পারেন। এতে সারা বছর অর্থ ও খাদ্যশস্যের অভাব হয় না।