TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Sep 15, 2022 | 9:49 AM
হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর পিতৃপক্ষ শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর থেকে। টানা ১৫দিন পর শেষ হবে এই পক্ষকাল। কথিত আছে, এই সময় পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ , তর্পন ও পিন্ডদান করা হয়।
এর মাধ্যমে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। দেশের কয়েকটি জায়গা রয়েছে, যেখানে পিন্ডদান করলে পূর্বপুরুষদের আত্মার মোক্ষ লাভ হয়। সেইসব জায়গার হদিশই এখানে দেওয়া হল...
বারাণসী: কাশীর গঙ্গার তীরে, পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য এখানে যজ্ঞ করা যায়। পন্ডিতরা আচার অনুষ্ঠান মেনে, মন্ত্র উচ্চারণ করেন। কাশী বিশ্বনাথ মন্দির পরিদর্শন করতে ভুলবেন না যেন।
বুদ্ধগয়া: বিহারের বিখ্য়াত এই জায়গায় পিন্ডদানের জন্য একটি গুরুক্বপূর্ণ স্থান। প্রায় ৪৮টি জায়গা আছে, যেখানে পিন্ডদান করা যায়। বুদ্ধগয়া পর্যটকদের কাছেও অত্যন্ত আকর্ষণীয় স্থান। এখানে মহাবোধি মন্দির, ব্রহ্মায়নী পাহাড়ের মত স্থানগুলিতে পরিদর্শন করতে পারবেন।
হরিদ্বার: হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি তীর্থস্থান। এখানে পিন্ডদানের জন্য অন্যতম সেরা জায়গা। কথিত আছে, হরিদ্বারে পিন্ডদান করলে পূর্বপুরুষরা মোক্ষ লাভ করেন। এর প্রভাবে পরিবারও সুখ-শান্তি বজায় থাকে। গঙ্গার তীরে সন্ধ্যায় এখানে গঙ্গারতি বেশ আকর্ষণীয়।
উজ্জয়নী- মধ্যপ্রদেশের প্রাচীন ও অন্যতম বিখ্য়াত শহর। এখানে পিন্ডদানের জন্যও যেতে পারেন। কথিত আছে, এখানে পিন্ডদান করা অত্যন্ত লাভবান হোন ব্যক্তি। এছাড়া এখানে ওমকারেশ্বর, ভোপাল ও বাসওয়ারার মত জায়গায় বেড়াতেও যেতে পারেন।