Bangla NewsPhoto gallery Thief tries to steal Barcelona striker Robert Lewandowski's $71,000 watch
Robert Lewandowski: লেওয়ানডস্কির ৭০ হাজার ইউরোর ঘড়ি চুরি
পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কির বহুমূল্য ঘড়ি হল চুরি। বার্সেলোনা ক্লাবের মাঠে সন্ধ্যায় অনুশীলনের জন্য গিয়েছিলেন লেওয়ানডস্কি। সেখানেই তাঁর গাড়ি থেকে এক ব্যক্তি তাঁর ৭০ হাজার ইউরোর ঘড়ি চুরি করে নেয়।