Dhanteras 2024: ধনতেরাসে ভুলেও কিনবেন না এই সব জিনিস! তাহলেই সর্বনাশ হয়ে যাবে চরম ক্ষতি

Oct 21, 2024 | 7:44 PM

Dhanteras 2024: সোনা-রুপোর সঙ্গেই আরও নানা জিনিস কেনার চল রয়েছে এই দিনে। তবে আপনি কি জানেন এমন কিছু জিনিস আছে যা এই ধনতেরাসের দিনে একদমই কেনা উচিত নয়।

1 / 8
ধনতেরাস মানেই আবার উৎসবের। এই দিনে দোকানে দোকানে উপচে পড়ে ভিড়। বিশেষ করে সবচেয়ে বেশি লোক সমাগম ঘটে সোনা-রুপোর দোকানগুলিতে। বিশ্বাস এই দিনে সোনা-রুপো বা ধাতুর জিনিস কিনলে ঘরে সৌভাগ্য আসে। আগমন ঘটে দেবী ধনলক্ষ্মীর। আশির্বাদ মেলে ঐশ্বর্য ও সম্পদের দেবতা কুবেরের। এমকনি এই দিন সিদ্ধিদাতা গণেশের পুজো করারও চল রয়েছে কোথাও কোথাও।

ধনতেরাস মানেই আবার উৎসবের। এই দিনে দোকানে দোকানে উপচে পড়ে ভিড়। বিশেষ করে সবচেয়ে বেশি লোক সমাগম ঘটে সোনা-রুপোর দোকানগুলিতে। বিশ্বাস এই দিনে সোনা-রুপো বা ধাতুর জিনিস কিনলে ঘরে সৌভাগ্য আসে। আগমন ঘটে দেবী ধনলক্ষ্মীর। আশির্বাদ মেলে ঐশ্বর্য ও সম্পদের দেবতা কুবেরের। এমকনি এই দিন সিদ্ধিদাতা গণেশের পুজো করারও চল রয়েছে কোথাও কোথাও।

2 / 8
সোনা-রুপোর সঙ্গেই আরও নানা জিনিস কেনার চল রয়েছে এই দিনে। তবে আপনি কি জানেন এমন কিছু জিনিস আছে যা এই ধনতেরাসের দিনে একদমই কেনা উচিত নয়। এমন কিছু সামগ্রী আছে যা ধন ত্রয়োদশীর দিনে ঘরে আনলে কুপ্রভাব পড়তে পারে আপনার জীবনে। এমনকি হতে পারে বড়সড় ক্ষতিও।

সোনা-রুপোর সঙ্গেই আরও নানা জিনিস কেনার চল রয়েছে এই দিনে। তবে আপনি কি জানেন এমন কিছু জিনিস আছে যা এই ধনতেরাসের দিনে একদমই কেনা উচিত নয়। এমন কিছু সামগ্রী আছে যা ধন ত্রয়োদশীর দিনে ঘরে আনলে কুপ্রভাব পড়তে পারে আপনার জীবনে। এমনকি হতে পারে বড়সড় ক্ষতিও।

3 / 8
কোন কোন জিনিস এই দিনে একদমই কেনা উচিত নয়? রইল এই প্রতিবেদনে। কথিত, ধনতেরাসের দিন কোনও ধারালো জিনিস কেনা উচিত নয়। অর্থাৎ ছুরি, কাঁচি,ব্লেড জাতীয় কোনও ধারালো জিনিস না কেনাই ভাল। তা দুর্ভাগ্য বয়ে আনতে পারে, তাই ধারালো জিনিস কেনা এড়িয়ে চলুন।

কোন কোন জিনিস এই দিনে একদমই কেনা উচিত নয়? রইল এই প্রতিবেদনে। কথিত, ধনতেরাসের দিন কোনও ধারালো জিনিস কেনা উচিত নয়। অর্থাৎ ছুরি, কাঁচি,ব্লেড জাতীয় কোনও ধারালো জিনিস না কেনাই ভাল। তা দুর্ভাগ্য বয়ে আনতে পারে, তাই ধারালো জিনিস কেনা এড়িয়ে চলুন।

4 / 8
ধনতেরাসের দিন ধাতুর জিনিস কেনার চল রয়েছে। কিন্তু তাই বলে এই দিনে কোনও রকম প্লাস্টিকের জিনিস কিনবেন না। কোনও ভাঙা জিনিস এই দিন কেনা উচিত নয়। অনেকেই ঘর সাজাবার জন্য অ্যাবস্ট্রাক্ট নানা ভাঙা মূর্তি জাতীয় সামগ্রী কিনে আনেন। কিন্তু ধনতেরাসে এই সব ভাঙা জিনিস না কেনাই ভাল।

ধনতেরাসের দিন ধাতুর জিনিস কেনার চল রয়েছে। কিন্তু তাই বলে এই দিনে কোনও রকম প্লাস্টিকের জিনিস কিনবেন না। কোনও ভাঙা জিনিস এই দিন কেনা উচিত নয়। অনেকেই ঘর সাজাবার জন্য অ্যাবস্ট্রাক্ট নানা ভাঙা মূর্তি জাতীয় সামগ্রী কিনে আনেন। কিন্তু ধনতেরাসে এই সব ভাঙা জিনিস না কেনাই ভাল।

5 / 8
কাচের বাসনপত্র বা কাচের তৈরি জিনিস এই দিন কিনতে বারণ করেন বাস্তু বিশেষজ্ঞরা। এই দিন ধাতুর জিনিস পত্র কিনলেও তাই বলে লোহার সামগ্রী কিনতে যাবেন না কিন্তু। লোহার বাসন না কেনাই ভাল।

কাচের বাসনপত্র বা কাচের তৈরি জিনিস এই দিন কিনতে বারণ করেন বাস্তু বিশেষজ্ঞরা। এই দিন ধাতুর জিনিস পত্র কিনলেও তাই বলে লোহার সামগ্রী কিনতে যাবেন না কিন্তু। লোহার বাসন না কেনাই ভাল।

6 / 8
ধন ত্রয়োদশীতে গয়না কেনার চল রয়েছে। সোনা-রুপোর গয়না কেনেন সবাই। তবে তাই বলে আবার ইমিটেশনের গয়না কিনে বসবেন না কিন্তু।

ধন ত্রয়োদশীতে গয়না কেনার চল রয়েছে। সোনা-রুপোর গয়না কেনেন সবাই। তবে তাই বলে আবার ইমিটেশনের গয়না কিনে বসবেন না কিন্তু।

7 / 8
ধনতেরাসের পুজো করতে গেলে ঘি, তেল লাগবেই। কিন্তু তা আগে থেকে কিনে রাখুন। এই দিনে তেল, ঘি কিনবেন না। পোশাক কিনলেও মনে রাখবেন তার রং যেন কালো না হয়। ধনতেরাসে কালো পোশাক কিনবেন না।

ধনতেরাসের পুজো করতে গেলে ঘি, তেল লাগবেই। কিন্তু তা আগে থেকে কিনে রাখুন। এই দিনে তেল, ঘি কিনবেন না। পোশাক কিনলেও মনে রাখবেন তার রং যেন কালো না হয়। ধনতেরাসে কালো পোশাক কিনবেন না।

8 / 8
ধনতেরাসের দিন আদান-প্রদানের কাজ বিরত রাখা প্রয়োজন। এই দিন তাই অন্য কাউকে উপহার দিতে নেই। মনে করা হয়, উপহার দিলে তার সঙ্গে সৌভাগ্য প্রদান করা হয়। এই দিনে কোনও ব্য়ক্তির থেকে ধার নেবেন না। কাউকে টাকা ধারও দেবেন না।

ধনতেরাসের দিন আদান-প্রদানের কাজ বিরত রাখা প্রয়োজন। এই দিন তাই অন্য কাউকে উপহার দিতে নেই। মনে করা হয়, উপহার দিলে তার সঙ্গে সৌভাগ্য প্রদান করা হয়। এই দিনে কোনও ব্য়ক্তির থেকে ধার নেবেন না। কাউকে টাকা ধারও দেবেন না।

Next Photo Gallery