TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Aug 17, 2022 | 3:13 PM
তাই নিজেই নিজের মর্জির মালিক হওয়া উটি। তোমার ভাল থাকা খারাপ থাকাটা তোমার হাতেই থাকা উচিত। এতে অন্তত পক্ষে নিজেকে নিয়ে নিশ্চিন্ত থাকা যায় যে অকারণে খামখেয়ালিতে কেউ আমায় কাঁদাবে না।
ক্যাটরিনা জানান, ভূতের চরিত্রে অভিনয় করাটা ঠিক যেন একটা ছবির জন্য গোটা বিশ্ব হয়ে ওটে। কারণ এই ছবিগুলোর প্রাণ কেন্দ্রই হয়ে ওঠে এই চরিত্র। ক্যাটরিনা কইফ তেমনই এক চরিত্রে অভিনয় করেন ভূত পুলিশে।
তাঁর কথায় বেশকিছু বছর হয়ে গিয়েছে যে তিনি কমেডি ছবি করেননি। সেই কারণেই ক্যাটরিনা এবার কমিডি ছবির প্রস্তাব পেতেই গ্রহণ করে নেন। যদিও এই ছবি বেশ মজার।
বরাবরই ভিকি ও ক্যাটরিনা ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করতে পছন্দ করেন না। এবারও তার ব্যতিক্রম হল না। তাই অন্তঃসত্ত্বা হওয়ার খবর সত্যি কি মিথ্যে তা এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে ক্যাটরিনা সাম্প্রতিক কালের পোশাক, লুক ও গতিবিধিতে কড়া নজর রেখে চলেছে নেটদুনিয়া। ঠিক কোন লুকে কেন ধরা দিচ্ছেন ক্যাট, সেই প্রশ্নও উঠছে, যদিও এই জুটি নিজেই জানিয়েছিলেন অতীতে তেমন কোনও খবর থাকলে নিজেরাই জানাবেন।
ক্যাটরিনার কথায়, এক্ষেত্রে প্রশ্ন থেকেই যায় যে সেই ব্যক্তিটা আদৌ তোমার স্বপ্নের যত্ন নেবে কি না! তোমায় ভাল রাখবে কি না। অন্যের ইচ্ছে অনিচ্ছের ওপর তোমার ভাল থাকা নির্ভর করতে পারে না।