Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengali New Year Vastu Tips: শুভ নববর্ষের দিন থেকে ঘুচে যাক সব গ্লানি, অর্থ সংকট থেকে মুক্তি পেতে বাড়ি থেকে আগে সরান এই ৬ জিনিস

Vastu Tips for Home: নতুন বছর মানেই সবকিছু নতুন। তাই বাড়িতে যদি কিছু পুরনো জিনিস দীর্ঘদিন ধরে রাখা থাকে, যেগুলো কাজ করে না বা অকেজো হয়ে পড়ে রয়েছে, সেগুলি দ্রুত সম্ভব ফেলে দিতে পারেন।

| Edited By: | Updated on: Apr 15, 2023 | 5:31 PM
পুরনো বছরকে পিছনে ফেলে পালিত হচ্ছে নতুন বছর। পুরনো স্মৃতি ভুলে নয়া স্মৃতিকে নতুন করে তৈরি করাই নববর্ষের মূল লক্ষ্য। পুরনো অভিজ্ঞতাকে ত্যাগ করে নয়া অভিজ্ঞতাকে আপন করে নেওয়ার নামই নতুন বছর।

পুরনো বছরকে পিছনে ফেলে পালিত হচ্ছে নতুন বছর। পুরনো স্মৃতি ভুলে নয়া স্মৃতিকে নতুন করে তৈরি করাই নববর্ষের মূল লক্ষ্য। পুরনো অভিজ্ঞতাকে ত্যাগ করে নয়া অভিজ্ঞতাকে আপন করে নেওয়ার নামই নতুন বছর।

1 / 9
নতুন বছর মানেই সবকিছু নতুন। তাই বাড়িতে যদি কিছু পুরনো জিনিস দীর্ঘদিন ধরে রাখা থাকে, যেগুলো কাজ করে না বা অকেজো হয়ে পড়ে রয়েছে, সেগুলি দ্রুত সম্ভব ফেলে দিতে পারেন। বিশ্বাস করা হয় যে এতে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন, ঘরে নেতিবাচকতা ও দারিদ্র্য নেমে আসবে।

নতুন বছর মানেই সবকিছু নতুন। তাই বাড়িতে যদি কিছু পুরনো জিনিস দীর্ঘদিন ধরে রাখা থাকে, যেগুলো কাজ করে না বা অকেজো হয়ে পড়ে রয়েছে, সেগুলি দ্রুত সম্ভব ফেলে দিতে পারেন। বিশ্বাস করা হয় যে এতে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন, ঘরে নেতিবাচকতা ও দারিদ্র্য নেমে আসবে।

2 / 9
পুরনো আসবাবপত্র: যদি কোনও পুরনো আসবাবপত্র থাকে, তবে সেগুলি অবিলম্বে ফেলে দিন, পুরনো আসবাব যদি ব্যবহার করে থাকেন, তাহলে ভাগ্য সহায় থাকে না। ভাঙা আসবাবপত্র নতুন করে বদলান, এতে ঘরে কলহ সৃষ্টি হয় না।

পুরনো আসবাবপত্র: যদি কোনও পুরনো আসবাবপত্র থাকে, তবে সেগুলি অবিলম্বে ফেলে দিন, পুরনো আসবাব যদি ব্যবহার করে থাকেন, তাহলে ভাগ্য সহায় থাকে না। ভাঙা আসবাবপত্র নতুন করে বদলান, এতে ঘরে কলহ সৃষ্টি হয় না।

3 / 9
ভাঙ্গা থালা-বাসন: বাড়িতে কিছু ভাঙা বাসন থাকলে, নতুন বছরের আগে সেগুলো ফেলে দিতে পারেন। এতে দেবী লক্ষ্মী খুশি হবেন। কথিত আছে, ভাঙা বাসন ঘরে রাখলেও ভাগ্য নষ্ট হয়।

ভাঙ্গা থালা-বাসন: বাড়িতে কিছু ভাঙা বাসন থাকলে, নতুন বছরের আগে সেগুলো ফেলে দিতে পারেন। এতে দেবী লক্ষ্মী খুশি হবেন। কথিত আছে, ভাঙা বাসন ঘরে রাখলেও ভাগ্য নষ্ট হয়।

4 / 9
পুরনো তালা ও জরাজীর্ণ ঘড়ি ফেলে দিন: ঘরে যদি কোনও তালা বা ঘড়ি নষ্ট হয়ে পড়ে, তাহলে সঙ্গে সঙ্গে তা খুলে ফেলুন। অন্যথায় আপনার জন্য খারাপ সময় চলতে পারে। ভাঙা ঘড়ি বা বন্ধ হয়ে যাওয়া থাকলে তা বাড়ির জন্য অশুভ বলে মনে করা হয়।

পুরনো তালা ও জরাজীর্ণ ঘড়ি ফেলে দিন: ঘরে যদি কোনও তালা বা ঘড়ি নষ্ট হয়ে পড়ে, তাহলে সঙ্গে সঙ্গে তা খুলে ফেলুন। অন্যথায় আপনার জন্য খারাপ সময় চলতে পারে। ভাঙা ঘড়ি বা বন্ধ হয়ে যাওয়া থাকলে তা বাড়ির জন্য অশুভ বলে মনে করা হয়।

5 / 9
খারাপ ইলেকট্রনিক্স: বাস্তু মতে, বাড়িতে কোনও ইলেকট্রনিক্স জিনিস নষ্ট হলে সঙ্গে সঙ্গে তা তুলে ফেলুন, না হলে ঘরে আরও সমস্যা আসতে শুরু করবে।

খারাপ ইলেকট্রনিক্স: বাস্তু মতে, বাড়িতে কোনও ইলেকট্রনিক্স জিনিস নষ্ট হলে সঙ্গে সঙ্গে তা তুলে ফেলুন, না হলে ঘরে আরও সমস্যা আসতে শুরু করবে।

6 / 9
পুরনো জুতা: চাইলে অকেজো জুতা ও চপ্পল দিতে পারেন বা ফেলে দিতে পারেন, তাহলে বাড়িতে রাখা অশুভ। এ কারণে ঘরে নেতিবাচকতা বজায় থাকে, নতুন বছরে সবকিছু নতুন হওয়া উচিত, তাই পুরনো জুতা-চপ্পলের কারণে ঘরে শুধু আবর্জনার স্তূপ তৈরি হয়।

পুরনো জুতা: চাইলে অকেজো জুতা ও চপ্পল দিতে পারেন বা ফেলে দিতে পারেন, তাহলে বাড়িতে রাখা অশুভ। এ কারণে ঘরে নেতিবাচকতা বজায় থাকে, নতুন বছরে সবকিছু নতুন হওয়া উচিত, তাই পুরনো জুতা-চপ্পলের কারণে ঘরে শুধু আবর্জনার স্তূপ তৈরি হয়।

7 / 9
ভাঙা আয়না: ভাঙা আয়না ঘরে রাখা উচিত নয়। এতে আপনার ভাগ্য কোনও কাজেই সহায় থাকে না।  ভাঙা আয়না দেখা অশুভ, এমনকি ভাঙা কাঁচের দিকেও তাকাবেন না। ঘরে দুর্ভাগ্য নেমে আসে দ্রুত।

ভাঙা আয়না: ভাঙা আয়না ঘরে রাখা উচিত নয়। এতে আপনার ভাগ্য কোনও কাজেই সহায় থাকে না। ভাঙা আয়না দেখা অশুভ, এমনকি ভাঙা কাঁচের দিকেও তাকাবেন না। ঘরে দুর্ভাগ্য নেমে আসে দ্রুত।

8 / 9
ঘর সাজানোর জন্য অনেকেই শখ করে বিভিন্ন মূর্তি রাখেন। সেগুলির মধ্যে কোনও একটি ভেঙে যায়, তাহলে তা ফেলে দেওয়াই উচিত। ফেলে না দিলে অনেক সমস্যায় পড়তে হতে পারে। ঘরে নেগেটিভ প্রভাব শুরু হতে পারে।

ঘর সাজানোর জন্য অনেকেই শখ করে বিভিন্ন মূর্তি রাখেন। সেগুলির মধ্যে কোনও একটি ভেঙে যায়, তাহলে তা ফেলে দেওয়াই উচিত। ফেলে না দিলে অনেক সমস্যায় পড়তে হতে পারে। ঘরে নেগেটিভ প্রভাব শুরু হতে পারে।

9 / 9
Follow Us: