Raj-Subhashree Marriage: ১১ এপ্রিল, ২০১৮। বর্ধমানে বাওয়ালি রাজবাড়িতে বসেছিল টলিউডের অন্যতম সুপার হাইপড বিয়ের আসর। ঠিক বলিউডি কায়দায় বিয়ে করছিলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সে এক দেখার মতো অনুষ্ঠান বটে। হেভিওয়েটরা হাজির। বিভিন্ন সংবাদমাধ্যমও এক্সক্লুসিভ ছবির জন্য মরিয়া অন্যদিকে ভক্তদেরও উত্তেজনা ছিল দেখার মতো। সেই রূপকথার মতো বিয়ের বয়স এখন ৪। বুধবারই একসঙ্গে থাকার আরও এক বছর পার করলেন তাঁরা। তবে জানেন কি ওই বিশেষ দিনে এত আনন্দের মধ্যেও সিঁদুর দানের সময়েই আচমকাই ঘটে অদ্ভুত এক ঘটনা। কী সেটি?
১১ এপ্রিল, ২০১৮। বর্ধমানে বাওয়ালি রাজবাড়িতে বসেছিল টলিউডের অন্যতম সুপার হাইপড বিয়ের আসর। ঠিক বলিউডি কায়দায় বিয়ে করছিলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সে এক দেখার মতো অনুষ্ঠান বটে। হেভিওয়েটরা হাজির। বিভিন্ন সংবাদমাধ্যমও এক্সক্লুসিভ ছবির জন্য মরিয়া অন্যদিকে ভক্তদেরও উত্তেজনা ছিল দেখার মতো। সেই রূপকথার মতো বিয়ের বয়স এখন ৪। বুধবারই একসঙ্গে থাকার আরও এক বছর পার করলেন তাঁরা। তবে জানেন কি ওই বিশেষ দিনে এত আনন্দের মধ্যেও সিঁদুর দানের সময়েই আচমকাই ঘটে অদ্ভুত এক ঘটনা। কী সেটি?
1 / 6
রাজ চক্রবর্তীর বিয়ের সেলিব্রেশন চলেছিল বেশ কয়েকদিন ধরেই। ব্যাচেলারেট পার্টি থেকে শুরু করে মেহেন্দি, সঙ্গীত কী হয়নি ওই বিয়ের আসরে।
2 / 6
শুভশ্রীর প্রতিটি দিনের পোশাকই যেন ছিল চোখে পড়ার মতো। লাল বেনারসী, মাথায় গয়না, তাঁর বিয়ের লুক নিয়ে চর্চা হয় আজও। আর এই গোটা সময়টা বোনকে যে মানুষটি আগলে রেখেছিলেন তিনি দেবশ্রী গঙ্গোপাধ্যায়, পরিচয়ে শুভশ্রীর নিজের দিদি।
3 / 6
ভাইরাল ভিডিয়োতে আজও দেখা যায়, শুভদৃষ্টির সময় রাজকে সবার সামনেই চোখ মেরেছিলেন নায়িকা। বিয়ের আসরে তখন হাসির রোল। কিন্তু হঠাৎই দেখা যায় এক অন্য চিত্র।
4 / 6
যে মুহূর্তেই শুভশ্রীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন রাজ, আশেপাশের সকলেরই চোখে পড়ে কনের চোখ জলে ভরা। সবার আগে লক্ষ্য করেছিলেন দিদি দেবশ্রীও। বোনের চিবুকে হাত রাখতেই সেই জল গড়িয়ে পড়েছিল গাল বেয়েও। কেন কেঁদেছিলেন শুভশ্রী?
5 / 6
ভক্তরা আজও মনে করেন, ওই আবেগঘন মুহূর্তে নিজেকে সামলাতে পারেননি তিনি। হয়তো মাথার মধ্যে ভিড় করছিল প্রেম থেকে বিয়ে এই যাত্রাপথের নানা সুখস্মৃতি। কান্না যে সব সময় দুঃখের হবে, তা কেন? শুভশ্রীর চোখে সেদিন হয়তো আনন্দাশ্রুই পরিলক্ষিত করেছিল বিয়ের আসরে উপস্থিত অতিথিরা।