Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cristiano Ronaldo: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ‘ঘরের ছেলের’ পতন

Year Ender 2022: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড। একটা রূপকথা হয়েই থাকতে পারতো। যদিও তা হল না। ক্লাব, কোচের পরিকল্পনা, তারকা ইগো সব মিলিয়ে রূপকথা বদলে গিয়েছে হরর স্টোরিতে। রোনাল্ডো ফিরছেন! শুরুতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সমর্থকদের উচ্ছ্বাস ছিল অন্তহীন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব কেরিয়ারে অ্যালেক্স ফার্গুসন এবং ম্যাঞ্চেস্টারের অবদান হিসেব কষেও বের করা সম্ভব নয়। তেমনই রোনাল্ডো-ফার্গুসন জুটির কামালও চিরস্মরণীয় হয়ে থাকবে। সব ভালো হয়তো ঢাকা পড়ে যাবে দ্বিতীয় ইনিংসে। এ বছরের অন্য়তম বিতর্ক হয়তো রোনাল্ডো বনাম ম্য়ান ইউ।

| Edited By: | Updated on: Dec 29, 2022 | 7:30 AM
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। একটা রূপকথা হয়েই থাকতে পারতো। যদিও তা হল না। ক্লাব, কোচের পরিকল্পনা এবং পর্তুগিজ তারকার ইগো, সব মিলিয়ে রূপকথা বদলে গিয়েছে হরর স্টোরিতে। এ বছরের অন্য়তম বিতর্ক হয়তো রোনাল্ডো বনাম ম্য়ান ইউ। (ছবি: টুইটার)

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। একটা রূপকথা হয়েই থাকতে পারতো। যদিও তা হল না। ক্লাব, কোচের পরিকল্পনা এবং পর্তুগিজ তারকার ইগো, সব মিলিয়ে রূপকথা বদলে গিয়েছে হরর স্টোরিতে। এ বছরের অন্য়তম বিতর্ক হয়তো রোনাল্ডো বনাম ম্য়ান ইউ। (ছবি: টুইটার)

1 / 7
রোনাল্ডো ফিরছেন! শুরুতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সমর্থকদের উচ্ছ্বাস ছিল অন্তহীন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব কেরিয়ারে অ্যালেক্স ফার্গুসন এবং ম্যাঞ্চেস্টারের অবদান হিসেব কষেও বের করা সম্ভব নয়। তেমনই রোনাল্ডো-ফার্গুসন জুটির কামালও চিরস্মরণীয় হয়ে থাকবে। সব ভালো হয়তো ঢাকা পড়ে যাবে দ্বিতীয় ইনিংসে। (ছবি: টুইটার)

রোনাল্ডো ফিরছেন! শুরুতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সমর্থকদের উচ্ছ্বাস ছিল অন্তহীন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব কেরিয়ারে অ্যালেক্স ফার্গুসন এবং ম্যাঞ্চেস্টারের অবদান হিসেব কষেও বের করা সম্ভব নয়। তেমনই রোনাল্ডো-ফার্গুসন জুটির কামালও চিরস্মরণীয় হয়ে থাকবে। সব ভালো হয়তো ঢাকা পড়ে যাবে দ্বিতীয় ইনিংসে। (ছবি: টুইটার)

2 / 7
এরিক টেন হ্য়াগ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পরই কড়া হাতে দলের রাশ নিয়েছিলেন। তাঁর কাছে সব প্লেয়ার সমান। যাঁকে যে পজিশনে, যেমন ভাবে প্রয়োজন, সে ভাবেই খেলাবেন। তারকা, অতীত পরিসংখ্য়ান নিয়ে মাথা ঘামাননি ম্য়ান ইউ কোচ। (ছবি: টুইটার)

এরিক টেন হ্য়াগ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পরই কড়া হাতে দলের রাশ নিয়েছিলেন। তাঁর কাছে সব প্লেয়ার সমান। যাঁকে যে পজিশনে, যেমন ভাবে প্রয়োজন, সে ভাবেই খেলাবেন। তারকা, অতীত পরিসংখ্য়ান নিয়ে মাথা ঘামাননি ম্য়ান ইউ কোচ। (ছবি: টুইটার)

3 / 7
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্ব ফুটবলের তারকা। তাঁর দক্ষতা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে বয়স যতই সংখ্যা মাত্র বলা হোক, একটা সময়ের পর একই ছন্দ ধরে রাখা যায় না। রোনাল্ডোর ক্ষেত্রেও তাই হয়েছিল। (ছবি: টুইটার)

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্ব ফুটবলের তারকা। তাঁর দক্ষতা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে বয়স যতই সংখ্যা মাত্র বলা হোক, একটা সময়ের পর একই ছন্দ ধরে রাখা যায় না। রোনাল্ডোর ক্ষেত্রেও তাই হয়েছিল। (ছবি: টুইটার)

4 / 7
এ মরসুমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কার্যত রিজার্ভ বেঞ্চেই কাটাতে হয়েছে। হাতে গোনা কিছু ম্য়াচে পরিবর্ত হিসেবে নামানো হয়েছিল তাঁকে। দলের স্বার্থেই হয়তো এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন কোচ এরিক টেন হ্যাগ। (ছবি: টুইটার)

এ মরসুমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কার্যত রিজার্ভ বেঞ্চেই কাটাতে হয়েছে। হাতে গোনা কিছু ম্য়াচে পরিবর্ত হিসেবে নামানো হয়েছিল তাঁকে। দলের স্বার্থেই হয়তো এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন কোচ এরিক টেন হ্যাগ। (ছবি: টুইটার)

5 / 7
রোনাল্ডো অবশ্য তা মেনে নিতে পারেননি। একটি ম্যাচে পরিবর্ত নামবেন না, ক্ষুব্ধ হয়ে শেষ বাঁশি বাজার আগেই রিজার্ভ বেঞ্চ থেকে উঠে গটগটিয়ে টানেলের দিকে চলে যান রোনাল্ডো। কোচ এরিক টেন হ্য়াগও বিষয়টিকে ভালো ভাবে নিতে পারেননি। কোচের পাশে ছিল ক্লাবও। রোনাল্ডোকে পরবর্তী এক ম্যাচে স্কোয়াডেই রাখা হয়নি। শৃঙ্খলাভঙ্গের জন্য জরিমানাও করা হয়েছিল। (ছবি: টুইটার)

রোনাল্ডো অবশ্য তা মেনে নিতে পারেননি। একটি ম্যাচে পরিবর্ত নামবেন না, ক্ষুব্ধ হয়ে শেষ বাঁশি বাজার আগেই রিজার্ভ বেঞ্চ থেকে উঠে গটগটিয়ে টানেলের দিকে চলে যান রোনাল্ডো। কোচ এরিক টেন হ্য়াগও বিষয়টিকে ভালো ভাবে নিতে পারেননি। কোচের পাশে ছিল ক্লাবও। রোনাল্ডোকে পরবর্তী এক ম্যাচে স্কোয়াডেই রাখা হয়নি। শৃঙ্খলাভঙ্গের জন্য জরিমানাও করা হয়েছিল। (ছবি: টুইটার)

6 / 7
কাতার বিশ্বকাপের আগে পিয়ের্স মর্গ্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাব সম্পর্কে নানা মন্তব্য করেন রোনাল্ডো। দাবি করেন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তাঁর সঙ্গে প্রতারণা করেছে। বিশ্বকাপের মাঝেই ম্যান ইউয়ের সঙ্গে বিচ্ছেদ হয় রোনাল্ডোর। যে সমর্থকরা এক সময় রাজার আসনে বসিয়েছিলেন সিআর সেভেনকে, তাঁরাও এ সব মেনে নিতে পারেননি। রোনাল্ডো তাঁদের কাছে এখন শুধুই অতীত। খলনায়কও। (ছবি: টুইটার)

কাতার বিশ্বকাপের আগে পিয়ের্স মর্গ্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাব সম্পর্কে নানা মন্তব্য করেন রোনাল্ডো। দাবি করেন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তাঁর সঙ্গে প্রতারণা করেছে। বিশ্বকাপের মাঝেই ম্যান ইউয়ের সঙ্গে বিচ্ছেদ হয় রোনাল্ডোর। যে সমর্থকরা এক সময় রাজার আসনে বসিয়েছিলেন সিআর সেভেনকে, তাঁরাও এ সব মেনে নিতে পারেননি। রোনাল্ডো তাঁদের কাছে এখন শুধুই অতীত। খলনায়কও। (ছবি: টুইটার)

7 / 7
Follow Us:
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'