কোনও উৎসবে রূপোর গয়নার জুড়ি মেলা ভার। যে কোনও এথনিক এবং ইন্দো-ওয়েস্টার্ন জামার সঙ্গে রূপোর গয়না চিরাকালীন মানানসই। নভেম্বর মাস সারা দেশের জন্য দিওয়ালীর মাস, বাঙালির জন্য কালীপুজো। বছরের শেষ উৎসব তথা আলোর উৎসব, যেখানে সাজগোজ, হইহুল্লোড়, আড্ডা তো থাকবেই। আর যেহেতু এই উদযাপন রাতে হয়, এথনিক সাজের সঙ্গে রূপো ছাড়া অন্য কিছুর কথাই হবে না। এই কালীপুজোয় কী কী ভাবে রূপোর গয়নার ফ্যাশানে সবার নজর কারবেন জেনে নিন...