Murphy vs Kohli: টেস্টে ‘বিরাট’ রানের মাঝে দাঁড়িয়ে মার্ফি

সীমিত ওভারে রানে ফিরলেও টেস্ট ফরম্যাটে বিরাট ব্যাট এখনও নিস্তব্ধ। বর্ডার-গাভাসকর ট্রফিতে কোহলির ব্যাটে সেভাবে রান নেই। একটি অর্ধশতরানও করতে পারেননি। স্পিনারদের বিরুদ্ধে তাঁর স্ট্রাগল জারি রয়েছে এই সিরিজেও।

| Edited By: | Updated on: Mar 09, 2023 | 7:03 AM
বর্ডার-গাভাসকর ট্রফিতে বিরাটের ব্যাটিং গড় মাত্র ২৮.৩৭। অস্ট্রেলিয়ার তরুণ স্পিনার টড মার্ফির কাছে বারবার বোকা বনে যাচ্ছেন তিনি। (ছবি:টুইটার)

বর্ডার-গাভাসকর ট্রফিতে বিরাটের ব্যাটিং গড় মাত্র ২৮.৩৭। অস্ট্রেলিয়ার তরুণ স্পিনার টড মার্ফির কাছে বারবার বোকা বনে যাচ্ছেন তিনি। (ছবি:টুইটার)

1 / 8
নাগপুর থেকে দিল্লি হয়ে ইন্দোর। তিনটি টেস্ট খেলা হয়ে গেল। কিন্তু অস্ট্রেলিয়ার স্পিনার টড মার্ফির স্পিন এখনও বুঝে উঠতে পারেননি বিরাট কোহলি। (ছবি:টুইটার)

নাগপুর থেকে দিল্লি হয়ে ইন্দোর। তিনটি টেস্ট খেলা হয়ে গেল। কিন্তু অস্ট্রেলিয়ার স্পিনার টড মার্ফির স্পিন এখনও বুঝে উঠতে পারেননি বিরাট কোহলি। (ছবি:টুইটার)

2 / 8
চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে এখনও পর্যন্ত চারবার কোহলিকে আউট করেছেন মার্ফি। (ছবি:টুইটার)

চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে এখনও পর্যন্ত চারবার কোহলিকে আউট করেছেন মার্ফি। (ছবি:টুইটার)

3 / 8
বিরাট কোহলি স্পিনারদের বিরুদ্ধে খুব ভালো খেলেন এমনটা নয়। তবে মার্ফির মতো এক তরুণ স্পিনারের সামনে তাঁর মতো ব্যাটারকে বারবার ব্যর্থ হতে দেখে অবাক ক্রিকেট বিশেষজ্ঞরাও।  (ছবি:টুইটার)

বিরাট কোহলি স্পিনারদের বিরুদ্ধে খুব ভালো খেলেন এমনটা নয়। তবে মার্ফির মতো এক তরুণ স্পিনারের সামনে তাঁর মতো ব্যাটারকে বারবার ব্যর্থ হতে দেখে অবাক ক্রিকেট বিশেষজ্ঞরাও। (ছবি:টুইটার)

4 / 8
প্রথম টেস্ট সিরিজ হলেও বিরাটের দুর্বলতা খুব ভালোভাবে বুঝে নিয়েছেন অস্ট্রেলিয়ার স্পিনার। উল্টোদিকে মার্ফিকে বোঝা এখনও বাকি বিরাটের। (ছবি:টুইটার)

প্রথম টেস্ট সিরিজ হলেও বিরাটের দুর্বলতা খুব ভালোভাবে বুঝে নিয়েছেন অস্ট্রেলিয়ার স্পিনার। উল্টোদিকে মার্ফিকে বোঝা এখনও বাকি বিরাটের। (ছবি:টুইটার)

5 / 8
পাঁচটি ইনিংসে কোহলিকে ৯৯ বার বল করে ৪১ রানে চারবার আউট করেছেন মার্ফি। যার মধ্যে শেষ ৫০ বলে বিরাট ব্য়াটে এসেছে মাত্র ৮ রান। (ছবি:টুইটার)

পাঁচটি ইনিংসে কোহলিকে ৯৯ বার বল করে ৪১ রানে চারবার আউট করেছেন মার্ফি। যার মধ্যে শেষ ৫০ বলে বিরাট ব্য়াটে এসেছে মাত্র ৮ রান। (ছবি:টুইটার)

6 / 8
আমেদাবাদে সিরিজের চতুর্থ টেস্ট। মার্ফির প্রথম একাদশে থাকার সম্ভাবনা প্রবল। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিরাট বনাম মার্ফি দ্বৈরথে কে বাজিমাত করে সেদিকেই থাকবে চোখ। (ছবি:টুইটার)

আমেদাবাদে সিরিজের চতুর্থ টেস্ট। মার্ফির প্রথম একাদশে থাকার সম্ভাবনা প্রবল। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিরাট বনাম মার্ফি দ্বৈরথে কে বাজিমাত করে সেদিকেই থাকবে চোখ। (ছবি:টুইটার)

7 / 8
এখনও পর্যন্ত সিরিজে ১১টি উইকেট নিয়েছেন টড মার্ফি। আমেদাবাদেও নিজের 'হিরো' বিরাট কোহলির উইকেট নেওয়ার জন্য ছটফট করছেন তিনি। (ছবি:টুইটার)

এখনও পর্যন্ত সিরিজে ১১টি উইকেট নিয়েছেন টড মার্ফি। আমেদাবাদেও নিজের 'হিরো' বিরাট কোহলির উইকেট নেওয়ার জন্য ছটফট করছেন তিনি। (ছবি:টুইটার)

8 / 8
Follow Us: