Bangla News » Photo gallery » Tollywood actress solanki roy opens up on her on screen character khori
Solanki Roy: অভিনেত্রী হতে চাননি শোলাঙ্কি, ‘খড়ি’ কতটা পাল্টে দেয় তাঁর জীবন
TV9 Bangla Digital | Edited By: Jayita Chandra
Updated on: Feb 01, 2023 | 2:13 PM
Tollywood Inside: এই খড়ি চরিত্রের সঙ্গে অভিনেত্রী শোলাঙ্কির ব্যক্তিজীবনে ঠিক কতটা মিল?
Feb 01, 2023 | 2:13 PM
অভিনেত্রী শোলাঙ্কি রায়, পর্দায় ভাল চরিত্রের পাশাপাশি টেলি দুনিয়াতেও দাপটের সঙ্গে কাজ করে চলেছেন। তাঁর বর্তমান ধারাবাহিক গাঁটছড়া শুরু থেকেই চর্চায়। সকলের নজরের কেন্দ্রে একটাই নাম, খড়ি।
1 / 6
এই খড়ি চরিত্রের সঙ্গে অভিনেত্রী শোলাঙ্কির ব্যক্তিজীবনে ঠিক কতটা মিল? শোলাঙ্কির কথায়, তিনি অনেকটা খড়ির মতোই স্পষ্টবাদী। তবে খড়ি যেমন সব সময় এই চরিত্রটা ধরে রাখতে পারে, শোলাঙ্কি পারে না।
2 / 6
আরজে সৌমকের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছিলেন অভিনেত্রী। মিরচি পডকাস্ট, চলো বসা যাক-এ এসে খড়ি চরিত্র নিয়ে একাধিক প্রশ্নের উত্তর দিয়েছিলেন তিনি।
3 / 6
জানিয়েছিলেন, খড়ি তাঁর জীবন পাল্টে দিয়েছে। লকডাউনে জীবনটা এক কথায় একঘেয়ে হয়ে গিয়েছিল তাঁর কাছে। এই চরিত্রটা আসার পর অনেকটা সময় জুড়ে তিনি খড়িতে বাঁচতেন।
4 / 6
তবে মজার বিষয় হল, তিনি কোনওদিন চাননি অভিনেত্রী হতে। তিনি চেয়েছিলেন সাংবাদিক হতে। সবটা হয় ঠিক যেন রূপকথার গল্পের মতো। যদিও খড়ি বর্তমানে অভিনয় জীবনে বেশ সুখী।
5 / 6
হঠাৎ করে একদিন সুযোগ আসে অভিনয়ের, রাতারাতি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। খড়ির কথায়, তিনি সবেতেই একটা বিপ্লব করে বসেন, যাতেই তাঁকে না বলা হয়, তাতেই তিনি যেদ ধরে বসেন। পর্দায় বাইরে খড়ি বেশ খানিকটা এমনই।