Ayurvedic Tips: আয়ুর্বেদের ‘বালা’র নিয়ম মেনে চললেই শীতের অসুখ হবে ‘ছু মন্তর’!
Immunity Booster: শীত মানেই মিঠে রোদ, ছুটি কাটানোর অনন্ত বেলা! বাঙালিদের কাছে শীতের অর্থ তাই বড়দিন, চিড়িয়াখানা, দীঘা, পুরীতে কয়েকদিনের নিশ্চিন্ত ট্যুর। তীব্র রোদে ত্বক পোড়ার সমস্যা নেই। ভয় নেই ঘামে ভিজে ক্লান্ত হওয়ার। তবে সমস্যা একটাই।