FIFA World Cup 2022: সতীর্থদের কাঁধে চেপেই জয়ের আনন্দে সামিল দানিলো
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Nov 29, 2022 | 4:25 PM
সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ-জি এর ম্যাচে ১-০ ব্যবধানে জিতেছে ব্রাজিল। সেই ম্যাচে জয়ের পর দানিলোকে কাঁধে তুলে নিয়েই আনন্দে মাতলেন সতীর্থরা। ব্রাজিল ফুটবল টিমের টুইটার পেজে সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে।
1 / 5
সুইৎজারল্যান্ডেকে পরাজিত করে শেষ ষোলো নিশ্চিত করে ফেলল ব্রাজিল। প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ করলেও, ক্যাসেমিরোর গোল দলকে জিতিয়ে, ৩ পয়েন্ট এনে দিল। এবং সেলেকাওরা পৌঁছে গেল বিশ্বকাপের শেষ ষোলায়। ছবি: টুইটার
2 / 5
ব্রাজিল তাদের জয়ের আনন্দ ভাগ করে নিল দলের চোটপ্রাপ্ত ডিফেন্ডার দানিলো আলভেসের সঙ্গে। তাঁকে কাঁধে তুলে নেন ওয়েভারটন। দানিকে নিয়েই আনন্দে মাতলেন সতীর্থরা। জি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে গোড়ালিতে চোট পান তারকা ফরোয়ার্ড নেইমার ও ডিফেন্ডার দানিলো। ব্রাজিল ফুটবল ফেডারেশন গত শুক্রবার জানায়, সুইসদের বিপক্ষে খেলতে পারবেন না নেইমার ও দানিলো।ছবি: টুইটার
3 / 5
বিশ্বকাপের শুরুতেই দলের দুই তারকার চোট নিঃসন্দেহে ব্রাজিলের জন্য বড় ধাক্কা। গ্রুপ 'জি' তে সুইৎজারল্যান্ডের সঙ্গে ম্যাচে মাঠে দেখা যায়নি তাঁদের। তবে সেরে উঠছেন দুই তারকা। কোচ তিতে বিশ্বকাপে তাঁদের উপস্থিতি নিয়ে আশাবাদী। তিনি জানিয়েছেন, বিশ্বকাপে আবার দেখা যাবে তাঁদের। ছবি: টুইটার
4 / 5
সতীর্থদের কাঁধে চেপেই জয়ের আনন্দে সামিল হলেন দানিলো। গোড়ালির চোট কিছু সময়ের জন্য যেন বিলীন হয়ে গেল, দলকে শেষ ষোলোয় দেখার আনন্দে। জয় উদযাপনের এই ভিডিয়ো ব্রাজিল ফুটবল টিমের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। ছবি: টুইটার
5 / 5
প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে ক্যাসেমিরোর গোলে শেষ ষোলো নিশ্চিত করে ফেলল সেলেকাওরা। ২ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে তাঁদের পরবর্তী ম্যাচ। ওই ম্যাচে নেইমার ও দানিলোকে দেখার আশায় থাকবে ব্রাজিল ভক্তরা। ছবি: টুইটার