Cleanest Cities In India: দেশের সবচেয়ে পরিচ্ছন্ন পাঁচ শহরের নাম জানা আছে? দেখুন ছবিতে

কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের একটি সমীক্ষায়, ইন্দোর ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসাবে শীর্ষে উঠে এসেছে। শুধু ইন্দোরই নয়, পরিচ্ছন্ন শহর রাজ্যের তকমা পেয়েছে ছত্তিশগড়। অন্যদিকে বারাণসীকে সবচেয়ে পরিচ্ছন্ন গঙ্গার শহর হিসেবে ঘোষণা করা হয়েছে।

1/5
ইন্দোর- টানা পাঁবার ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে বিবেচনা করা হয়েছে। মধ্যপ্রদেশের এই সুন্দর সাজানো শহরটি মূলত ট্র্যাভেল সার্কিটে রাজওয়াদা প্রাসাদ এবং লাল বাগ প্রাসাদের জন্য বিখ্যাত।
ইন্দোর- টানা পাঁবার ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে বিবেচনা করা হয়েছে। মধ্যপ্রদেশের এই সুন্দর সাজানো শহরটি মূলত ট্র্যাভেল সার্কিটে রাজওয়াদা প্রাসাদ এবং লাল বাগ প্রাসাদের জন্য বিখ্যাত।
2/5
সুরাত- গুজরাতের এই শহরটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। এছাড়া এই শহরে টেক্সটাইল শিল্পের ব্যাপক বিকাশ ঘটেছে। হিরের ব্বসার কেন্দ্র দহিসেবে এই শহরটি সারা বিশ্বের কাছে অতিপরিচিত।
সুরাত- গুজরাতের এই শহরটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। এছাড়া এই শহরে টেক্সটাইল শিল্পের ব্যাপক বিকাশ ঘটেছে। হিরের ব্বসার কেন্দ্র দহিসেবে এই শহরটি সারা বিশ্বের কাছে অতিপরিচিত।
3/5
বিজওয়াড়া- ২০২১ সালে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশের এই শহরটি। এখানে গেলে সুন্দর কনাকা দুর্গা মন্দিরটি অবশ্যই দেখবেন। সপ্তম শতাব্দীর উন্দাভাল্লি গুহাগুলির জন্য বিখ্যাত এই শহরে জৈন ও বৌদ্ধ সন্ন্যাসীদের বিশ্রামাগার হিসেবে পরিচিত।
বিজওয়াড়া- ২০২১ সালে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশের এই শহরটি। এখানে গেলে সুন্দর কনাকা দুর্গা মন্দিরটি অবশ্যই দেখবেন। সপ্তম শতাব্দীর উন্দাভাল্লি গুহাগুলির জন্য বিখ্যাত এই শহরে জৈন ও বৌদ্ধ সন্ন্যাসীদের বিশ্রামাগার হিসেবে পরিচিত।
4/5
নভি মুম্বই- মহারাষ্ট্রের এই সুপরিকল্পিত শহরটি দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। ব্যস্ততম মুম্বই শহর থেকে প্রায় ৪২ মিনিট দূরে এই শহরটি অবস্থিত।
নভি মুম্বই- মহারাষ্ট্রের এই সুপরিকল্পিত শহরটি দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। ব্যস্ততম মুম্বই শহর থেকে প্রায় ৪২ মিনিট দূরে এই শহরটি অবস্থিত।
5/5
পুনে- মহারাষ্ট্রের সেরা শহরগুলির মধ্যে এই শহরটি পঞ্চম স্থানে রয়েছে। আগা খান প্রাসাদের বাড়ি, কলেজ ও শান্ত পরিবেশ এই শহরের সৌন্দর্য। সড়কপথে মুম্বই থেকে এটি প্রায় ৩ ঘন্টা দূরে।
পুনে- মহারাষ্ট্রের সেরা শহরগুলির মধ্যে এই শহরটি পঞ্চম স্থানে রয়েছে। আগা খান প্রাসাদের বাড়ি, কলেজ ও শান্ত পরিবেশ এই শহরের সৌন্দর্য। সড়কপথে মুম্বই থেকে এটি প্রায় ৩ ঘন্টা দূরে।

Click on your DTH Provider to Add TV9 Bangla