Photo Gallery: সুখবর! ডুয়ার্সে ঢুঁ দিতে আর বাধা নেই, পুজোর আগেই খুলল জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল
TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury
Sep 16, 2021 | 11:28 PM
Tourism:আসন্ন করোনার তৃতীয় ঢেউয়ের অনুপ্রবেশ উত্তরবঙ্গ দিয়েই হতে পারে এই আশঙ্কায় পর্যটকদের জন্য় কোভিড নেগেটিভ ও করোনা টিকার দুটি ডোজ়প্রাপ্তির শংসাপত্র দেখানো বাধ্যতামূলক করা হয়।
1 / 6
ডুয়ার্স: অবশেষে পর্যটকদের জন্য চার মাস পর খুলে গেল সমস্ত জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বনাঞ্চল। খুশি পর্যটন ব্যবসায়ী থেকে পর্যটকরা। তবে করোনা বিধি মেনেই জঙ্গলে চলবে ভ্রমণ। হোটেল ও রিসর্টেও জারি কড়া কোভিড বিধি। রিসর্টের মধ্যে থাকলেও ব্যবহার করতে হবে মাস্ক-স্যানিটাইজার।
2 / 6
করোনা অতিমারির প্রথম ঢেউয়ে রাজ্যের সমস্ত জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চলে পর্যটক অনুপ্রবেশে বিধিনিষেধ আরোপ করে সরকার। মে মাসের ৪ তারিখ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় জঙ্গল সাফারি। পরে করোনার প্রকোপ কমতে শুরু করলে বিধিনিষেধেও রাশ টানে সরকার। ধীরে ধীরে মেলে ছাড়পত্র। কিন্তু, সংক্রমণ বৃদ্ধি হতে পারে এই আশঙ্কায় তখনও বন্ধ রাখা হয় জাতীয় উদ্যান ও বনাঞ্চলগুলি।
3 / 6
এদিকে ব্যবসায় মন্দা দেখা দেওয়ায় রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন রিসর্ট মালিক থেকে শুরু করে জিপসি ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাঁরা পর্যটকদের জন্য নির্দিষ্ট কয়েকটি জঙ্গল ও ওয়াচ টাওয়ার খুলে দেওয়ার দাবি জানান। তবে তাতেও লাভ হয়নি।
4 / 6
চলতি বছরে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপে গত ১৫ জুন থেকে তিন মাসের জন্য নতুন করে বন্ধ করে দেওয়া হয় জঙ্গল। বন্যপ্রাণীদের প্রজননকালীন সময় ধরা হয় জুলাই থেকে সেপ্টেম্বর মাস। সেই জন্যেই এই সিদ্ধান্ত নেয় রাজ্য বনদফতর। পাশাপাশি কোভিডের দ্বিতীয় ঢেউ তো ছিলই।
5 / 6
আসন্ন করোনার তৃতীয় ঢেউয়ের অনুপ্রবেশ উত্তরবঙ্গ দিয়েই হতে পারে এই আশঙ্কায় পর্যটকদের জন্য় কোভিড নেগেটিভ ও করোনা টিকার দুটি ডোজ়প্রাপ্তির শংসাপত্র দেখানো বাধ্যতামূলক করা হয়। ফলে ফের ব্যবসায় মন্দা দেখা দিতে শুরু করে। পাল্টা রুখে দাঁড়ান পর্যটন ব্য়বসায়ীরা। হোটেলেই যাতে আরটিপিসিআর পরীক্ষা করা সম্ভব হয় সে প্রসঙ্গে নিশ্চিত করে একাধিক বৈঠকও করেন তাঁরা। অবশেষে বুধবার থেকেই খুলে দেওয়া হয় সমস্ত উদ্যান।
6 / 6
জলপাইগুড়ি অনাররি ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন, "তিন মাস পর আজকের থেকে বনদফতর পর্যটকদের জন্য সমস্ত সংরক্ষিত বনাঞ্চল এবং জাতীয় উদ্যান খুলে দিয়েছে। পর্যটকেরা এখন থেকে জঙ্গল ভ্রমণ করতে পারবেন। কোভিড বিধি মেনেই অবশ্য ভ্রমণ চলবে।"