TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী
Jan 05, 2023 | 7:30 AM
প্রতীকী ছবি
কিউআর কোড বা ফোন নম্বরের মাধ্য়মে সহজেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে আর্থিক লেনদেন করা যায়। রাস্তার ধারের চা-পান-বিড়ির দোকান থেকে বড় বড় শপিং মল-সর্বত্রই ইউপিআইয়ের মাধ্যমে আর্থিক লেনদেন হয়। আপাতভাবে ইউপিআই পেমেন্ট ব্যবস্থা সুরক্ষিত হলেও, অনেক সময় আমাদেরই ভুলবশত অন্য কারোর অ্যাকাউন্টে টাকা চলে যায়। আপনিও যদি এমন ভুল করে থাকেন, তবে তা শোধরানোরও উপায় রয়েছে।
প্রথমেই আপনাকে ইউপিআই পেমেন্টে গোলযোগের অভিযোগ জানাতে হবে। পেটিএম, গুগল পে, ফোনপে-র মতো অ্যাপ্লিকেশনের কাস্টমার সার্ভিসে অভিযোগ জানাতে হবে।