একবার বিনিয়োগ করেই মাসিক পেনশন পাবেন ২০ হাজার টাকা, LIC-র এই পলিসি জানেন?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jan 05, 2023 | 8:30 AM

LIC Jeevan Akshay Policy: এলআইসির এই বিমায় টাকা জমা রেখে মাসে ২০ হাজার টাকা উপার্জন করার জন্য আপনাকে মোট ৪০ লক্ষ ৭২ হাজার টাকা জমা রাখতে হবে।

1 / 7
LIC জীবন লাভ পলিসি একটি নন-লিঙ্কড প্ল্যান। যেখানে মৃত্যুকালীন কিছু সুবিধাও দেওয়া হবে। পলিসি হোল্ডাররা নিজেরাই প্রিমিয়ামের অর্থ ও মেয়াদ বেছে নিতে পারেন। LIC জীবন লাভ প্ল্যান নম্বর হল ৯৩৬ এবং এর UIN নম্বর হল 512N304V02।

LIC জীবন লাভ পলিসি একটি নন-লিঙ্কড প্ল্যান। যেখানে মৃত্যুকালীন কিছু সুবিধাও দেওয়া হবে। পলিসি হোল্ডাররা নিজেরাই প্রিমিয়ামের অর্থ ও মেয়াদ বেছে নিতে পারেন। LIC জীবন লাভ প্ল্যান নম্বর হল ৯৩৬ এবং এর UIN নম্বর হল 512N304V02।

2 / 7
LIC জীবন লাভ পলিসির আওতায় গ্রাহকরা একসঙ্গে অনেকটা পরিমাণ টাকাও পাবেন। ১০, ১৩, ও ১৬ বছরের জন্য টাকা জমা দিতে হবে পলিসি হোল্ডারদের। আর ১৬ থেকে ২৫ বছরের মধ্যেই তাঁরা বিপুল পরিমাণ অর্থ পেয়ে যাবেন। এই পলিসির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বেধে দেওয়া হয়েছে। ৭৫ বছরের বেশি ব্যক্তি এই পলিসি করতে পারবেন না।

LIC জীবন লাভ পলিসির আওতায় গ্রাহকরা একসঙ্গে অনেকটা পরিমাণ টাকাও পাবেন। ১০, ১৩, ও ১৬ বছরের জন্য টাকা জমা দিতে হবে পলিসি হোল্ডারদের। আর ১৬ থেকে ২৫ বছরের মধ্যেই তাঁরা বিপুল পরিমাণ অর্থ পেয়ে যাবেন। এই পলিসির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বেধে দেওয়া হয়েছে। ৭৫ বছরের বেশি ব্যক্তি এই পলিসি করতে পারবেন না।

3 / 7
জীবন বিমা করার ক্ষেত্রে দেশের অন্যতম ভরসাযোগ্য ব্র্যান্ড হল লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন (LIC)। ভারতের ইনস্যুরেন্স সেক্টরের ৬০ শতাংশ জুড়ে রয়েছে LIC। LIC সকলের জন্যই আকর্ষণীয় হারে সবার জন্য পলিসির অফার করে থাকে। সেখানে যেমন অবসরপ্রাপ্তদের জন্য পলিসি থাকে। তেমনিই চাকরি ক্ষেত্রে সবেমাত্র পা দেওয়া প্রফেশনালরাও। LIC-র এমনই একটি পলিসি হল LIC জীবন লাভ। কী এই পলিসি বিস্তারিত জানুন।

জীবন বিমা করার ক্ষেত্রে দেশের অন্যতম ভরসাযোগ্য ব্র্যান্ড হল লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন (LIC)। ভারতের ইনস্যুরেন্স সেক্টরের ৬০ শতাংশ জুড়ে রয়েছে LIC। LIC সকলের জন্যই আকর্ষণীয় হারে সবার জন্য পলিসির অফার করে থাকে। সেখানে যেমন অবসরপ্রাপ্তদের জন্য পলিসি থাকে। তেমনিই চাকরি ক্ষেত্রে সবেমাত্র পা দেওয়া প্রফেশনালরাও। LIC-র এমনই একটি পলিসি হল LIC জীবন লাভ। কী এই পলিসি বিস্তারিত জানুন।

4 / 7
এলআইসির অন্যতম সেরা পলিসি হল জীবন অক্ষয় পলিসি। এই বিমা পলিসিতে আপনি মাসিক ২০ হাজার টাকা অবধি উপার্জন করতে পারবেন।

এলআইসির অন্যতম সেরা পলিসি হল জীবন অক্ষয় পলিসি। এই বিমা পলিসিতে আপনি মাসিক ২০ হাজার টাকা অবধি উপার্জন করতে পারবেন।

5 / 7
এলআইসি জীবন অক্ষয় প্ল্যানে কীভাবে মাসিক ২০ হাজার টাকা পাবেন? এলআইসির এই বিমায় টাকা জমা রেখে মাসে ২০ হাজার টাকা উপার্জন করার জন্য আপনাকে মোট ৪০ লক্ষ ৭২ হাজার টাকা জমা রাখতে হবে।

এলআইসি জীবন অক্ষয় প্ল্যানে কীভাবে মাসিক ২০ হাজার টাকা পাবেন? এলআইসির এই বিমায় টাকা জমা রেখে মাসে ২০ হাজার টাকা উপার্জন করার জন্য আপনাকে মোট ৪০ লক্ষ ৭২ হাজার টাকা জমা রাখতে হবে।

6 / 7
ফাইল ছবি

ফাইল ছবি

7 / 7
LIC জীবন লাভ পলিসির আওতায় সবথেকে কম ২ লক্ষ টাকা পাওয়া যায়। এই পলিসি করার জন্য ৮ থেকে ৫৯ বছরের মধ্যে হতে হবে পলিসি হোল্ডারদের। ২১ বছরের মেয়াদের পলিসি করতে হলে পলিসি হোল্ডারের বয়স সর্বোচ্চ বয়স হতে হবে ৫৪ বছর। আর ২৫ বছরের জন্য ব্যক্তির বয়স হতে হবে ৫০ বছর। আর এই পলিসি গ্রহণের সঙ্গে সঙ্গেই এর আওতায় সমস্ত সুবিধা পাবেন গ্রাহকরা।

LIC জীবন লাভ পলিসির আওতায় সবথেকে কম ২ লক্ষ টাকা পাওয়া যায়। এই পলিসি করার জন্য ৮ থেকে ৫৯ বছরের মধ্যে হতে হবে পলিসি হোল্ডারদের। ২১ বছরের মেয়াদের পলিসি করতে হলে পলিসি হোল্ডারের বয়স সর্বোচ্চ বয়স হতে হবে ৫৪ বছর। আর ২৫ বছরের জন্য ব্যক্তির বয়স হতে হবে ৫০ বছর। আর এই পলিসি গ্রহণের সঙ্গে সঙ্গেই এর আওতায় সমস্ত সুবিধা পাবেন গ্রাহকরা।

Next Photo Gallery