আজ ৫ জানুয়ারি। আজ দীপিকা পাড়ুকোনের জন্মদিন। ৩৭ বছর বয়সে পা দিলেন অভিনেত্রী। সম্প্রতি 'পাঠান' ছবির 'বেশরম রং' গানে পারফর্ম করে বিতর্কে জড়িয়েছেন দীপিকা। প্রশ্ন উঠেছে, তাঁর 'গেরুয়া' স্বল্প বসন নিয়ে। প্রশ্ন উঠেছে, গানে শাহরুখ খানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ রসায়ন নিয়েও। অতীতেও তাঁর নানা ছবি মুক্তির আগে একাধিক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন অভিনেত্রী।
'দাম মারো দাম' ছবিতে টাইটেল ট্র্যাকে নেচেছিলেন দীপিকা। শিরোনাম তৈরি করেছিল সেই গান। এবং তাতে বলা হয়েছিল, সেই গানের কারণেই নাকি কষ্ট পেয়েছেন দেব আনন্দ।
'ছপাক' মুক্তির আগে দিল্লির জেএনইউতে অ্যান্টি-সিএএ প্রতিবাদে যোগ দিয়েছিলেন দীপিকা। সেখানে অনেকেই তাঁর উপস্থিতিকে পাবলিসিটি স্টান্ট হিসেবে মনে করেছিলেন সেই সময়।
দীপিকা পাড়ুকোন- একাধিকবার মানসিক অবসাদ নিয়ে মুখ খুলতে দেখা যায় দীপিকা পাড়ুকোনকে। তিনি বারে বারে জানিয়েছিলেন যে একটা সময় মানসিক অবসাদ তাঁকে এমনভাবে গ্রাস করে যে তিনি জীবন শেষ করতে চেয়েছিলেন।
২০২২ সালের গোড়ার দিকের ঘটনা। 'গেহরাইয়াঁ' ছবিতে বিকিনি আউটফিট পরার জন্য বিতর্ক তৈরি হয় দীপিকাকে নিয়ে।