বৃদ্ধ বাবা-মাকে নিয়ে বেড়াতে যান, ছবিতে রইল জায়গার হদিশ
বাবা-মায়ের বয়স হয়েছে। এই পরিস্থিতিতে তাঁদের নিয়ে বেড়াতে যাওয়া সহজ কথা নয়। কিন্তু ফি বছর আপনারা দুটিতে মিলে ট্রিপে বেরিয়ে পড়েন। ঘরের কোণে পড়েন থাকেন বৃদ্ধ-বৃদ্ধা। তাঁদেরও তো মনে ইচ্ছে জাগে। তাই পরের ট্রিপ দোকায় নয়, বাবা-মাকেও নিয়ে যান সঙ্গে। দেশের মধ্যেই আছে তেমন জায়গা, যেখানে আনায়াসে বাবা-মাকে নিয়ে যেতে পারবেন।
Most Read Stories