Teeth Health: বয়সের আগেই দাঁতে ক্ষয়? কোন পথে মিলবে সমাধান…
TV9 Bangla Digital | Edited By: megha
Jun 30, 2022 | 12:43 PM
মুখের স্বাস্থ্যের যত্ন না নেওয়ার কারণে দাঁতের ফাঁকে ময়লা জমে। পাশাপাশি অস্বাস্থ্যকর লাইফস্টাইল প্রভাব ফেলে দাঁত ও মাড়ির স্বাস্থ্যের উপর। ফলে দাঁতের হলদেটে ভাব, দাঁতে ব্যথা, রক্তপাত বা মুখের দুর্গন্ধের মতো সমস্যা দেখা দেয়। এই ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে ঘরোয়া প্রতিকার।
1 / 6
মুখের স্বাস্থ্যের যত্ন না নেওয়ার কারণে দাঁতের ফাঁকে ময়লা জমে। পাশাপাশি অস্বাস্থ্যকর লাইফস্টাইল প্রভাব ফেলে দাঁত ও মাড়ির স্বাস্থ্যের উপর। ফলে দাঁতের হলদেটে ভাব, দাঁতে ব্যথা, রক্তপাত বা মুখের দুর্গন্ধের মতো সমস্যা দেখা দেয়। এই ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে ঘরোয়া প্রতিকার।
2 / 6
দাঁতের সমস্যা দূর করতে বেকিং সোডা খুব কার্যকর। বেকিং সোডার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। এটি দাঁত ও মাড়ির সমস্যা যেমন নিয়ন্ত্রণ করে তেমনই হলেদেটে দাঁতের সমস্যা দূর করে। সপ্তাহে একবার বেকিং সোডা দিয়ে দাঁত ব্রাশ করলেই উপকার মিলবে।
3 / 6
লেবুর রসের মধ্যে অ্যাসিডিক বৈশিষ্ট্য রয়েছে যা দাঁতের হলেদেটে ভাব দূর করতে সাহায্য করে। টুথব্রাশটি লেবুর রসে ডুবিয়ে দাঁত মাজুন। তবে সপ্তাহে একবারের বেশি লেবুর রস ব্যবহার করবেন না।
4 / 6
আয়ুর্বেদের মতে, তিলের বীজ দাঁতের জন্য খুব উপকারী। এটি দাঁত ও মাড়ির ক্ষেত্রে প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করে। তিলের বীজের পেস্ট তৈরি করে সেটা দিয়ে দাঁত মাজুন। এতে উপকার পাওয়া যাবে।
5 / 6
টমেটো এবং স্ট্রবেরি উভয়ই ভিটামিন সমৃদ্ধ ফল। আর এই দুটোই দাঁতের জন্য ভাল। এই ফলগুলো দিয়ে সরাসরি দাঁতের উপর রাখুন। ৫ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন।
6 / 6
লবঙ্গের তেল দাঁতের ব্যথা কমাতে সহায়ক। এক টুকরো লবঙ্গ মুখের ভিতর ফেলে রাখতে পারেন। এছাড়াও লবঙ্গের পেস্টের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে দাঁতে লাগাতে পারেন। এতেও দাঁত ও মাড়ির স্বাস্থ্য ভাল থাকবে।