TV9 Bangla Digital | Edited By: megha
Oct 24, 2021 | 4:38 PM
বেসন, দই আর এক চিমটে হলুদ দিয়ে তৈরি করুন ট্যান রিমুভিং ফেস প্যাক।
শুষ্ক ত্বকের সমস্যা? দুধ আর মধু মিশিয়ে ত্বকের ওপর প্রয়োগ করুন। ফল পাবেন হাতে নাতে।
শুধু গ্রিন টি খেয়ে ওজন কমাবেন কেন? গ্রিন টির সঙ্গে গোলাপ জল মিশিয়ে ত্বকের সমস্যাও দূর করুন।
ত্বককে উজ্জ্বল ও সংক্রমণ মুক্ত করতে চান? হলুদের সঙ্গে কাঁচা দুধ বা গোলাপ জল মিশিয়ে ত্বকের ওপর প্রয়োগ করুন।
ব্রণর সমস্যা? নিম পাতাকে বেটে, তার সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে ত্বকের ওপর প্রয়োগ করুন। এক মাসের মধ্যে ফল পেয়ে যাবেন।
ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা হারিয়ে গেছে? টমেটোর সঙ্গে বেসন আর দই মিশিয়ে মাখুন, কাজ হবে মিনিটের মধ্যে।