Home Remedies: লেবু, নুন আর গোল মরিচের এই যুগলবন্দী দূর করবে আপনার একাধিক শারীরিক সমস্যা! কীভাবে জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: megha

Oct 21, 2021 | 8:22 AM

লেবু, নুন ও গোল মরিচ আপনার রান্নাঘরের অতি সাধারণ তিনটি উপাদান। এই উপাদান গুলি প্রাচীনকাল থেকে আয়ুর্বেদিক স্বাস্থ্যে ব্যবহৃত হয়ে আসছে। এগুলির মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিভাইরাল এবং ইমিউনিটি-বুস্টিং বৈশিষ্ট্য, যা একাধিক রোগের সঙ্গে লড়াই করতে সাহায্য করে।

1 / 6
এক কাপ গরম জলে তিন চামচ লেবুর রস আর এক চিমটে নুন ও গোল মরিচ মেশান। এই সংমিশ্রণ আপনাকে গলার সংক্রমণ থেকে রেহাই দিতে পারে।

এক কাপ গরম জলে তিন চামচ লেবুর রস আর এক চিমটে নুন ও গোল মরিচ মেশান। এই সংমিশ্রণ আপনাকে গলার সংক্রমণ থেকে রেহাই দিতে পারে।

2 / 6
তুলোর বলে ঠাণ্ডা জল আর লেবুর রস দিয়ে নাকের সামনে ধরুন, নিমেষের মধ্যে বন্ধ হয়ে যাবে নাক দিয়ে রক্ত পড়া।

তুলোর বলে ঠাণ্ডা জল আর লেবুর রস দিয়ে নাকের সামনে ধরুন, নিমেষের মধ্যে বন্ধ হয়ে যাবে নাক দিয়ে রক্ত পড়া।

3 / 6
এক গ্লাস গরম জলে লেবুর রস আর গোল মরিচ মিশিয়ে পান করুন। বমি ভাবকে কাটিয়ে দেবে এই যুগলবন্দী।

এক গ্লাস গরম জলে লেবুর রস আর গোল মরিচ মিশিয়ে পান করুন। বমি ভাবকে কাটিয়ে দেবে এই যুগলবন্দী।

4 / 6
গোল মরিচের গুঁড়োর সঙ্গে লবঙ্গের তেল মিশিয়ে দাঁতের ওপর প্রয়োগ করুন। এতে দাঁতের ব্যথা থেকে উপশম পাবেন।

গোল মরিচের গুঁড়োর সঙ্গে লবঙ্গের তেল মিশিয়ে দাঁতের ওপর প্রয়োগ করুন। এতে দাঁতের ব্যথা থেকে উপশম পাবেন।

5 / 6
ওজন কমানোর জন্য এক গ্লাস গরম জলে লেবুর রস ও মধু মিশিয়ে পান করুন। ফল পাবেন হাতে নাতে।

ওজন কমানোর জন্য এক গ্লাস গরম জলে লেবুর রস ও মধু মিশিয়ে পান করুন। ফল পাবেন হাতে নাতে।

6 / 6
ঋতু পরিবর্তনের সঙ্গে সর্দি কাশির সমস্যা লেগে আছে? গরম জলের সঙ্গে লেবুর রস, মধু আর এক চিমটে গোল মরিচ গুঁড়ো মিশিয়ে দিনে ২-৩ বার পান করুন।

ঋতু পরিবর্তনের সঙ্গে সর্দি কাশির সমস্যা লেগে আছে? গরম জলের সঙ্গে লেবুর রস, মধু আর এক চিমটে গোল মরিচ গুঁড়ো মিশিয়ে দিনে ২-৩ বার পান করুন।

Next Photo Gallery