AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tips Of Black Til: মকর সংক্রান্তিতে তিলের গুরুত্ব এত বেশি কেন? কোন প্রতিকারে মিলবে প্রচুর অর্থ আর সাফল্য, জেনে নিন…

Makar Sankrantu 2023: তিল সম্পর্কে জ্যোতিষশাস্ত্রে কিছু বিশেষ প্রতিকারের কথাও বলা হয়েছে। এই টোটকার মাধ্যমে জীবনের অনেক সমস্যা কাটিয়ে উঠা সম্ভব।

| Edited By: | Updated on: Jan 12, 2023 | 9:55 AM
Share
হিন্দুদের পুজোয় কেন তিল ব্যবহার করা হয়, মাঘ মাসে কেন তিল খাওয়ার বিধান রয়েছে, এমন প্রশ্ন প্রায় সকলের। শনিদেব, ভগবান বিষ্ণু এবং সূর্যদেবকে কেন তিল দিয়েও পুজো করা হয়? জ্যোতিষমতে, তিল থেকে কেন পিতৃপুরুষরা তৃপ্তি পান? এই সমস্ত প্রশ্নের উত্তর আছে পুরাণ, জ্যোতিষশাস্ত্র এবং বেদে।

হিন্দুদের পুজোয় কেন তিল ব্যবহার করা হয়, মাঘ মাসে কেন তিল খাওয়ার বিধান রয়েছে, এমন প্রশ্ন প্রায় সকলের। শনিদেব, ভগবান বিষ্ণু এবং সূর্যদেবকে কেন তিল দিয়েও পুজো করা হয়? জ্যোতিষমতে, তিল থেকে কেন পিতৃপুরুষরা তৃপ্তি পান? এই সমস্ত প্রশ্নের উত্তর আছে পুরাণ, জ্যোতিষশাস্ত্র এবং বেদে।

1 / 9
তিলকে জ্যোতিষশাস্ত্রে শনির সঙ্গে সম্পর্কিত একটি বস্তু হিসাবে বর্ণনা করা হয়েছে। পুরাণ অনুযায়ী, ভগবান বিষ্ণুর থেকে উদ্ভূত হয়েছিল। তিল সেবন করলে মাঘের তীব্র শীতেও মানুষের শরীর থাকে উষ্ণ। তাই মাঘ মাসে তিল খাওয়া, দান করা ও তিল দিয়ে ভগবানের পুজো করার বিধান রয়েছে।

তিলকে জ্যোতিষশাস্ত্রে শনির সঙ্গে সম্পর্কিত একটি বস্তু হিসাবে বর্ণনা করা হয়েছে। পুরাণ অনুযায়ী, ভগবান বিষ্ণুর থেকে উদ্ভূত হয়েছিল। তিল সেবন করলে মাঘের তীব্র শীতেও মানুষের শরীর থাকে উষ্ণ। তাই মাঘ মাসে তিল খাওয়া, দান করা ও তিল দিয়ে ভগবানের পুজো করার বিধান রয়েছে।

2 / 9
 তিল সম্পর্কে জ্যোতিষশাস্ত্রে কিছু বিশেষ প্রতিকারের কথাও বলা হয়েছে। এই টোটকার মাধ্যমে জীবনের অনেক সমস্যা কাটিয়ে উঠা সম্ভব।

তিল সম্পর্কে জ্যোতিষশাস্ত্রে কিছু বিশেষ প্রতিকারের কথাও বলা হয়েছে। এই টোটকার মাধ্যমে জীবনের অনেক সমস্যা কাটিয়ে উঠা সম্ভব।

3 / 9
যদি জন্মকুণ্ডলীতে শনির দোষ থাকে বা শনির অর্ধ-সাড়ে-সাতি বছর চলমান থাকে, তবে মাঘ মাসের প্রতি শনিবারে কালো তিল ছড়ানো উচিত। প্রবাহিত নদীর জলেও তিল ছড়িয়ে দিতে পারেন। এই প্রতিকারে শনির দোষ থেকে মুক্তি পাওয়া যায়।

যদি জন্মকুণ্ডলীতে শনির দোষ থাকে বা শনির অর্ধ-সাড়ে-সাতি বছর চলমান থাকে, তবে মাঘ মাসের প্রতি শনিবারে কালো তিল ছড়ানো উচিত। প্রবাহিত নদীর জলেও তিল ছড়িয়ে দিতে পারেন। এই প্রতিকারে শনির দোষ থেকে মুক্তি পাওয়া যায়।

4 / 9
 প্রতি শনিবার কালো তিলও দান করতে পারেন। এতে রাহু-কেতু ও শনির অশুভ প্রভাবের অবসান হয়। এছাড়াও কালসর্প যোগ, পিতৃদোষ ইত্যাদিতেও এই প্রতিকার কার্যকর।

প্রতি শনিবার কালো তিলও দান করতে পারেন। এতে রাহু-কেতু ও শনির অশুভ প্রভাবের অবসান হয়। এছাড়াও কালসর্প যোগ, পিতৃদোষ ইত্যাদিতেও এই প্রতিকার কার্যকর।

5 / 9
মাঘ মাসের প্রতি শনিবারে কোনও দুঃস্থকে কালো কাপড়ে কালো তিল, কালো উরদ দান করুন। এই প্রতিকারে অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। এছাড়া পরিবারের সকলের মাথায় এক মুঠো কালো তিল সাতবার ছুঁড়ে বাড়ির উত্তর দিকে নিক্ষেপ করতে পারেন, তাতে অর্থকষ্ট বন্ধ হবে।

মাঘ মাসের প্রতি শনিবারে কোনও দুঃস্থকে কালো কাপড়ে কালো তিল, কালো উরদ দান করুন। এই প্রতিকারে অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। এছাড়া পরিবারের সকলের মাথায় এক মুঠো কালো তিল সাতবার ছুঁড়ে বাড়ির উত্তর দিকে নিক্ষেপ করতে পারেন, তাতে অর্থকষ্ট বন্ধ হবে।

6 / 9
প্রচণ্ড খারাপ সময়ের মধ্যে যান, তাহলে সমস্যা কাটাতে ওম নমো ভগবতে বাসুদেবায় জপ করতে পারেন। দুধে কালো তিল মিশিয়ে প্রতি শনিবার অশ্বত্থ গাছের তলায় নিবেদন করতে পারনে। এ কারণে যত খারাপ সময় যাচ্ছে, তা কেটে যাবে দ্রুত।

প্রচণ্ড খারাপ সময়ের মধ্যে যান, তাহলে সমস্যা কাটাতে ওম নমো ভগবতে বাসুদেবায় জপ করতে পারেন। দুধে কালো তিল মিশিয়ে প্রতি শনিবার অশ্বত্থ গাছের তলায় নিবেদন করতে পারনে। এ কারণে যত খারাপ সময় যাচ্ছে, তা কেটে যাবে দ্রুত।

7 / 9
মাঘ মাসে প্রতিদিন একটি পাত্রে বিশুদ্ধ জল ভরে তাতে কালো তিল দিন। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করার সময় এই জল শিবলিঙ্গে নিবেদন করুন। মন্ত্র জপ করতে থাকুন।

মাঘ মাসে প্রতিদিন একটি পাত্রে বিশুদ্ধ জল ভরে তাতে কালো তিল দিন। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করার সময় এই জল শিবলিঙ্গে নিবেদন করুন। মন্ত্র জপ করতে থাকুন।

8 / 9
জল নিবেদনের পর ফুল ও বেলের পাতা নিবেদন করতে পারেন। এর মাধ্যমে শনির দোষ প্রশমিত হবে, দীর্ঘদিন ধরে থাকা রোগগুলিও সেরে যাবে দ্রুত।

জল নিবেদনের পর ফুল ও বেলের পাতা নিবেদন করতে পারেন। এর মাধ্যমে শনির দোষ প্রশমিত হবে, দীর্ঘদিন ধরে থাকা রোগগুলিও সেরে যাবে দ্রুত।

9 / 9